scorecardresearch
 

World Tourism Day-তে পাহাড়ে ভ্রমণ! সৌজন্যে রূপঙ্করের নতুন গান

World Tourism Day 2021: পুজো মানেই বাঙালির একগুচ্ছ প্ল্যান। এবার পুজোয় পাহাড়ি (Hills) রাস্তায় হারাতে চান? এই বছর আন্তর্জাতিক ট্যুরিজম দিবসে (World Tourism Day), মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) নতুন গান।

Advertisement
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী
হাইলাইটস
  • পুজো মানেই বাঙালির একগুচ্ছ প্ল্যান।
  • মুক্তি পেতে চলেছে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর নতুন গান।
  • আন্তর্জাতিক ট্যুরিজম দিবসে সামনে আসবে এই গান।

World Tourism Day 2021: পুজোর (Durga Puja 2021) কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর পুজো মানেই বাঙালির একগুচ্ছ প্ল্যান। এবার পুজোয় পাহাড়ি (Hills) রাস্তায় হারাতে চান? ঘুরে আসতে চান পাহাড়ি কোনও গ্রামে? যেখানে পাশ দিয়ে বয়ে চলা নদীর পাশে কিছুটা সময় কাটাতে পছন্দ করছেন? কিংবা তারায় ভরা আকাশের নীচে হারিয়ে যেতে ইচ্ছে করছে? ভ্যাকেশন শুরু হলেও করোনা আবহে ভ্রমণে (Vacation) একেবারে নিশ্চিন্তে করা সম্ভব হচ্ছে না। 

সেক্ষেত্রে গানে,গানে হারিয়ে যাতে তো আর বারণ ক্ষতি নেই। এই বছর পুজোর আগে আন্তর্জাতিক ট্যুরিজম দিবস (World Tourism Day) উপলক্ষে, মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) নতুন গান। উদ্যোগে দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি। সুদীপ্ত চন্দের মূল পরিকল্পনায় তৈরি হয়েছে এই গান। পাহাড়ের প্রেক্ষাপটের এই গানের আবহ নির্মাণ করেছেন সুদীপ্ত নিজেই। এই প্রথম কোনও গানে সুর দিলেন তিনি। 

national award winning singer Rupankar Bagchi sings new song on hills

আরও পড়ুন: ফের ফেডারেশন- প্রযোজক টানাপোড়েনে প্রশ্নের মুখে টেলিপাড়ার শ্যুটিং

নতুন এই গানের সঙ্গীত আয়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায়। গান জুড়ে রয়েছে পাহাড়। মানুষ এই করোনা আবহে বহুদিন ধরে ঘরবন্দী। ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও মনে এখনও ভয় রয়েছে। সেজন্যেই ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ট্যুরিজম দিবস উপলক্ষে, গানের মাধ্যমে পাহাড়ে হারিয়ে যাওয়ার পরিকল্পনা সুদীপ্তর। 

আরও পড়ুন: মিমি- অয়নার প্রথম লুক সামনে এনেই 'মিনি'-র শ্যুটিংয়ে মৈনাক!

রূপঙ্কর বাগচী বলেন, "দ্য ড্রিমার্স-র সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সুদীপ্ত এর আগে, গতবছরও গান লিখেছিলেন। এবার উপরি পাওনা ওঁর সুর। গানটা খুব সুন্দর হয়েছে। একটা রেট্রো ফ্লেভার আছে।"  সুদীপ্ত চন্দ বললেন, "পাহাড় আমার সব থেকে প্রিয় জায়গা। এর বৈচিত্র্য মনকে সমৃদ্ধ করে। সেই পাহাড় নিয়েই আমার এই গান। আশা করি সকলের পছন্দ হবে।" আগামী ২৭ সেপ্টেম্বর গানের শুভ মুক্তি হবে ড্রিমার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

Advertisement

 

Advertisement