scorecardresearch
 

মমতার সঙ্গে ছবি দিয়ে তীব্র কটাক্ষের শিকার, জবাব দিলেন ইমনও

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ছবি পোস্ট করে তীব্র কটাক্ষের শিকার হলে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty). গতকাল বুধবার ইকো পার্কে বিজয়া সম্মেলনের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে উপস্থিত ছিলেন ইমন। সেই অনুষ্ঠানে তোলা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। তার পর থেকে শুরু হয় ট্রোলিং।

Advertisement
মমতার সঙ্গে ছবি দিয়ে তীব্র কটাক্ষের শিকার মমতার সঙ্গে ছবি দিয়ে তীব্র কটাক্ষের শিকার

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ছবি পোস্ট করে তীব্র কটাক্ষের শিকার হলে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty). গতকাল বুধবার ইকো পার্কে বিজয়া সম্মেলনের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানে উপস্থিত ছিলেন ইমন। সেই অনুষ্ঠানে তোলা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। তার পর থেকে শুরু হয় ট্রোলিং। আজ সকালে অবশ্য ইমনও পাল্টা পোস্ট করেন ট্রোলিংয়ের বিরুদ্ধে।

পুজোয় অনুষ্ঠানের জন্য দেশের বাইরেই ছিলেন ইমন। সেখান থেকে ফিরে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে শিল্পপতি, শিল্পী, আমলা-সহ সমাজের নানান ক্ষেত্রের কৃতীরা আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানের নানা মুহূর্তে ফ্রেমবন্দি করে নিজের পেজে পোস্ট করেন ইমন। বৃহস্পতিবার সকালে পাল্টা পোস্টে ইমন লেখেন, 'সাংঘাতিক জেট ল্যাগ। ঘুম আসছে না। ফেসবুকে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি যে কিছু মানুষ শুধু খারাপ বলতেই জানে। কেউ সোজা হাটলে বলবে ব্যাঁকা যান, বেঁকে গেলে তো কথা ই নেই। ভালোমন্দ, গান বাজনা, খেলাধুলো, রজনীতি, চাঁদে কী হচ্ছে, সমুদ্রের নীচে কী হচ্ছে, শাড়ি কেন পরলেন না, বরের সাথে হেঁসে কেন ছবি দিলেন, এর সাথে কেন ছবি তুললেন, ওনার সাথে কেন তুললেন না, আজকে কেন নিরামিষ খেলেন, পাঠার মংস খেলেন?? প্রাণী হত্যা মহাপাপ...আরও কত কিছু, আরও সব কিছু..... কেন???

তিনি আরও লেখেন, 'আপনরা যারা এইটা করেন বা ভাবেন, তারা এই গুলো সব মেনে নিয়ে জীবন কাটাতে পারতেন? আমি বলছি পারতেন না। প্রত্যেকটা মানুষের নিজরের বাচাঁর স্বাধীনতা আছে। আপনার আমার সবার। বিদ্বেষ ছড়াতে চাইলে ছড়ান। তার দায় আপনার। আমাদের (মানে যাদের প্রতিনিয়ত টার্গেট করেন তাদের) নয়। আর বিশ্বাস করুন, দিনের পর দিন এই সব নিতে নিতে ঘরে আন্ধকারে আর বসে না থেকে ”আলোয় ভালোয়” বাচঁতে শিখে গেছি। ভাল থাকুন। অনন্দে থাকুন। আর পারলে একটু যোগব্যাম করে নিন। টাটা।'

Advertisement

তবে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ট্রোলিংয়ের মুখে পড়েন তিনি। পোস্টে নানা কমেন্টে ভরে যায়। একজন লেখেন, 'অনেক দিনের আশা ছিলো তোমাকে আর স্বস্তিকা কে জনপ্রতিনিধি হিসেবে দেখবো, মনে হয় খুব শিঘ্রই এই আশা পুরণ হবে।' আর এক ইউজার লিখেছেন, 'জনতা আপনার গান শোনে,শিল্পীরা শিল্প নিয়ে থাকাই ভালো,তার সাথে পারিপার্শ্বিক অবস্থার কথা মাথায় রাখতে হয়,যোগব্যায়াম করার সময় সবাই যে আপনার গান শুনতে চায়,এমনও নয়,চটিতে পা গলাচ্ছেন কিনা সেটা নিয়েই জনতা চিন্তায় আছে,পুরো শিক্ষা ব্যবস্থা জেলে,এখন সেই অবস্থা গায়ক-নায়ক দের যেন না হয়,তাই আপনার গান যারা ভালোবাসে তারা সাবধান করছে,নাহলে হয়তো জেলে বসেও যোগা করতে হতে পারে, টাটা।'

 

আর একজনের কথায়, 'ঠিক যেমন মাননীয়া মুখ্যমন্ত্রী ৫৭৪ দিন ধরে রাস্তায় বসে থাকা,যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ অথচ বঞ্চিত চাকরি প্রার্থীদের সাদা কাপড়ের আড়ালে ঢেকে রেখে কার্নিভালে মেতেছেন, just ignore করে চলেছেন, তেমন ভাবে ignore করতে বলছেন নাকি?'

 

Advertisement