আজ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ৮৬ তম জন্মদিন। তাঁর মৃত্যুর পর কেটে গেছে প্রায় দু'মাস। তবুও তিনি এখনও রয়েছেন বাঙালি থেকে চলচ্চিত্র প্রেমীদের মননে। প্রয়াত অভিনেতার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী লিখেছেন, "সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্র দার একটি প্রদর্শনী উদ্বোধন করার, যেখানে তাঁর আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কাস্টিউমপ্রদর্শিত হয়েছিল।তাঁর পরিবারের মানুষদের ভালোবাসা এবং উষ্ণতায় আমি অভিভূত।"
I was privileged to recently inaugurate an exhibition featuring paintings, film posters and costumes done by Soumitra Da. Am touched by the warmth and love of his family (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2021
মুখ্যমন্ত্রী আরও একটি ট্যুইট করে লিখেছেন, "সৌমিত্রদা কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি একজন কিংবদন্তি, যিনি তাঁর কর্মক্ষেত্রের সর্বত্র ছাপ রেখে গেছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি।"
Remembering Soumitra (Da) Chattopadhyay on his birth anniversary. He was a legend, who left his mark on everything he did. We miss his glorious presence (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2021
সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৪ জানুয়ারি থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিতে বাইপাসের ধারে আনন্দপুরে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। যার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি শিল্পী যোগেন চৌধুরী প্রস্তাব দেন সৌমিত্রের জীবন ও কাজ নিয়ে একটি সংগ্রহশালা তৈরির। শিল্পী আরও বলেছেন সব তাঁর জিনিসগুলি এক জায়গায় এনে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। তাঁর এই কথায় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে লিখিত প্রস্তাব পেলে যৌথ উদ্যোগে এই বিষয়ে পদক্ষেপ নেবে রাজ্য সরকার।
আরও পড়ুন: EXCLUSIVE: 'সামলাতে তো হবেই, Life must go on,' সৌমিত্রের মৃত্যুর ১ মাস পর পৌলমী
এর আগে গত ১ জানুয়ারি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বঙ্গ নাট্য সংহতি। যেখানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব থেকে সিনেমা জগতের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন তার মেয়ে পৌলোমী বসুও।
১৯ জানুয়ারি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মুখোমুখি নিবেদিত 'সৌমিত্র ৮৬' নামে একটি রাজনীতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে অংশ নেবেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পন্ডিত তন্ময় বসুর মতো ব্যক্তিত্বরা।
আরও পড়ুন: অবিকল সৌমিত্র চট্টোপাধ্যায়! লাল পঞ্জাবিতে দাঁড়িয়ে আসানসোলে
এবছর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান জানানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। KIFF-এ উদ্বোধনী ছবি হিসাবে রবীন্দ্র সদনে দেখানো হয়েছে ‘অপুর সংসার’ (Apur Sangsar)। এছাড়াও তাঁর প্রথম জীবন, কাজ, মঞ্চ, কবিতা, ছবি এবং বিভিন্ন শিল্পকর্মগুলি প্রদর্শিত হয়েছে। শিশির মঞ্চে ছিল বর্ষীয়ান অভিনেতার রেট্রোস্পেকটিভ।