scorecardresearch
 

দেশে সুস্থতার হারে অগ্রগতি, আশাবাদী কেন্দ্র সরকার

দেশে সুস্থতার হারে অগ্রগতি, আশাবাদী কেন্দ্র সরকার। একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে কোভিড ওয়ারিয়র শিশুদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে স্বস্তি ফিরছে দেশে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • করোনা আক্রান্তের সংখ্যা কমছে
  • একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু
  • শিশুদের জন্য বিশেষ সুবিধা কেন্দ্রের

করোনা যোদ্ধা শিশুদের জন্য বিশেষ সুবিধা কেন্দ্রের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কোভিড ওয়ারিয়র শিশুদের জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা করেছেন। যার মধ্যে তাঁরা ২৩ বছর বয়সীদের ১০ লক্ষ রুপি দেবে এবং তাদের পড়াশুনার ব্যবস্থা করবে সরকার। এ জাতীয় বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করবে। এদিকে, দিল্লিতে কোভিড-১৯-প্ররোচিত লকডাউনটি জুন পর্যন্ত বাড়ানো হবে। ভারতে এখন পর্যন্ত আড়াই কোটির বেশি কোভিড -১৯ টি মামলা রয়েছে। দেশটি গত ৪৫ দিনের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ বৃদ্ধির রেকর্ড করেছে। শনিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমহ্রাসমান।

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনার হার

গত ২৪ ঘন্টার মধ্যে ভারত ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ টি নতুন মামলা রেজিস্ট্রেশন করেছে। পাঁচটি রাজ্যে সর্বাধিক মামলার নথিভুক্ত হয়েছে। তামিলনাড়ুতে ৩ হাজার০১ টি, কেরালায় ২৩ হাজার ৫১৩, কর্ণাটকের ২০ হাজারের বেশি, মহারাষ্ট্রের ২০ হাজার ২৯৫ টি এবং অন্ধ্রপ্রদেশে ১৩,৭৫৬ টি মামলা রয়েছে। এই পাঁচটি রাজ্যের মধ্য়ে তামিলনাড়ুতেই শুধুমাত্র নতুন ক্ষেত্রে ১৮.১৩ শতাংশ নতুন আক্রান্তের হদিশ মিলেছে। দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬১৭ জন মারা গিয়েছেন। মহারাষ্ট্রে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৮৩২ জন। এরপরে কর্ণাটকের ৪৯২ জন, মারা গিয়েছেন।ভারতে গত ২৪ ঘন্টায় মোট ৩০ লক্ষ ৩৫ হাজার ৭৪৯ টি টিকার ডোজ সরবরাহ করা হয়েছে।

করোনার নিম্নগামিতায় আশার আলো

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন ছিল। যা গত কয়েকদিন থেকে লাগাতার নিম্নমুখী। নতুন করে ৩ হাজার ৬৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় গোটা দেশে লক্ষ ৭৬ হাজার এর বেশী রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবে জানা গিয়েছে, এদিন পর্যন্ত পাওয়া হিসেবে ভারতে সর্বমোট ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে। ৩ হাজার ৬১৭ জন করোনা রোগী মারা গিয়েছেন। ভারতে লাগাতার নতুন করন আক্রান্তের সংখ্যা বিচার করলে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার।

Advertisement

মৃত্যুর হার নগণ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ, যা এখনও পর্যন্ত মোট সংক্রমণের ৮ শতাংশ। যেখানে করোনায় সুস্থতার সংখ্যা ৯১ শতাংশ এবং মারা যাওয়ার সংখ্যা মাত্র ১ শতাংশের সামান্য বেশি। যা আশা জাগাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

দিল্লিতে আনলক করার ভাবনা

দিল্লিতে করোনা সংক্রমনের সংখ্যা কমছে। সেখানে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমন সংখ্যা চেয়ে অনেকটাই বেশি। ৩১ মে থেকে ধীরে ধীরে লকডাউন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি। দিল্লিতে আনলক পর্যায়ে নির্মাণকার্য এবং কারখানায় কাজ কর্ম চালু করার অনুমতি দেওয়া হবে।

মহারাষ্ট্র স্থিতিশীল

মহারাষ্ট্রে করোনার সংক্রমণ একসময়ের শীর্ষে পৌঁছে ছিল। এখন অবশ্য তা ধীরে ধীরে কমছে বলে রিপোর্টে খবর মিলেছে। মহারাষ্ট্র সরকারের তরফে আভাস দেওয়া হয়েছে, যে সমস্ত জেলায় সংক্রমণ বেশি হচ্ছে, সেখানে ১৫ জুন পর্যন্ত কড়াকড়ি থাকবে। কিন্তু যে সমস্ত জেলায় ধীরে ধীরে সংক্রমণ সংখ্যা কমছে, সে সব জেলায় কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে।

উত্তরপ্রদেশে সুস্থতা প্রায় একশো শতাংশ

উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার ৯৬ শতাংশে পৌঁছেছে। যা উল্লসিত হবার মতো ঘটনা বলে সরকার মনে করছে। উত্তর প্রদেশ সরকারের তরফে শনিবার এই হিসেব দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আড়াই হাজারের বেশি রোগী শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন।

 

Advertisement