scorecardresearch
 

Howrah : বোরখা পরে স্কুলে আসায় হাওড়ার ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ

Howrah: করোনার টিকা নিতে গিয়েছিল ওই ছাত্রী। তখন এক শিক্ষিকা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তাকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ।

Advertisement
বোরখা পরে আসায় হাওড়ার এক স্কুলে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ (প্রতীকী ছবি) বোরখা পরে আসায় হাওড়ার এক স্কুলে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • বোরখা পরে স্কুলে আসা নিয়ে উত্তেজনা ছড়াল হাওড়ার এক স্কুলে
  • করোনার টিকা নিতে গিয়েছিল ওই ছাত্রী
  • তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ

Howrah: বোরখা পরে স্কুলে আসায় উত্তেজনা ছড়াল হাওড়ার এক স্কুলে। এমনই অভিযোগ উঠেছে। করোনার টিকা নিতে গিয়েছিল ওই ছাত্রী। তখন এক শিক্ষিকা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তাকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। এমনই দাবি করেছে ওই ছাত্রী এবং তার পরিবার। ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ওই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: 'অমর জ্যোতি নিভছে না, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশছে,' সাফাই কেন্দ্রের

ডোমজুড়ের মাকড়দহের ঘটনা
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের মাকড়দহ গার্লস স্কুলের ঘটনা। বুধবার স্কুলে বোরখা পরে ভ্যাকসিন নিতে এসেছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। 

এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
অভিযোগ, স্কুলের ইংরেজির শিক্ষিকা হেমা বোধক ওই ছাত্রীকে কিছু আপত্তিজনক কথা বলেন এবং তাকে চড় মারতে যান। এরপর স্কুল থেকে চলে যেতে বলেন বলেও অভিযোগ।

আরও পড়ুন:  'অন্য কাউকে আসতে দেব না!' প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকার হুঁশিয়ারি

স্কুলের সামনে বিক্ষোভ
এই খবর ছড়িয়ে পড়তেই ওই ছাত্রীর পরিবারের লোকজন ও কয়েকশো মানুষ এসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। স্কুলের মধ্যে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ।

উত্তেজিত জনতা দাবি, করে ওই শিক্ষিকাকে স্কুল থেকে সাসপেন্ড করতে হবে। পুলিশ এবং শিক্ষা দফতরের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই শিক্ষিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

ছাত্রীর দাবি
ওই ছাত্রীর দাবি, স্কুলের ওই শিক্ষিকা বলেন, বোরখা পরে এখানে কী করছিস? এখানে বোরখা পরে আসা যাবে না বলেন ম্যাডম। ধাক্কা দেন। চড়ও মারতে যান। ভ্য়াক্সিন নিতে এসেছিল সে। ওই ছাত্রী পঞ্চম শ্রেণি থেকে ওখানে পড়েন। 

Advertisement

তার বাবার দাবি
ছাত্রীর বাব দাবি করেন, স্কুলে এসেছিল ভ্যাকসিন নিতেই। তখন তাকে বলা হয়, বোরখা পরে আসা যাবে না। কে আসতে বলেছে বোরখা পরে? ভ্য়াকসিন নেওয়ার পর এই ঘটনা ঘটেছে। বোরখা পরা চলবে না। অপদস্থ করেছে, কাপড় ধরে টেনেছে। বোরখা পরে প্রায়ই স্কুলে আসে।

এ নিয়ে রাতেও উত্তেজনা ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, তাদের স্কুলে এ ধরনের ঘটনা এই প্রথম। গোটা ঘটনা শিক্ষা দফতরের আধিকারিকদের জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে দেখছেন। ওই শিক্ষিকাকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। 

হাওড়া শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত হওয়ার পরে জানা যাবে যে কী ঘটনা ঘটেছিল।

 

Advertisement