মেঘ ফেটে বৃষ্টির ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেছেন, পবিত্র অমরনাথ গুহার কাছে মেঘ ফেটে বৃষ্টি বহু ভক্তের প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।
জোর কদমে চলছে উদ্ধার
আইটিবিপি-র তরফে জানানো হয়েছে যে বন্যার কারণে পবিত্র গুহা এলাকার কাছে আটকে পড়া বেশিরভাগ তীর্থযাত্রীকে পাঞ্জতারনিতে পাঠানো হয়েছে। ITBP তার রুটগুলো খুলে দিয়েছে এবং নিম্ন পবিত্র গুহা থেকে পাঞ্জতারনি পর্যন্ত প্রসারিত করেছে। ট্র্যাকে কোনও ভক্ত আটকে নেই। প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদে পাঠানো হয়েছে।
নামানো হয়েছে তল্লাশি কুকুর
উদ্ধার কাজে তল্লাশি ও উদ্ধারকারী কুকুরও মোতায়েন করা হয়েছে। শরিফাবাদ থেকে দুটি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুরকে হেলিকপ্টারে করে পবিত্র গুহায় নিয়ে যাওয়া হয়েছে।
Doda, J&K | Today at around 4 am, a cloudburst was reported at Gunti Forest uphills of Thathri Town. No casualties were reported. Some vehicles were stuck and the highway was blocked for some time, but it has now been restored for the movement of traffic: SSP Doda Abdul Qayoom pic.twitter.com/wuXYIH845z
— ANI (@ANI) July 9, 2022
বিমান উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ, শনিবার সকালে ৬ তীর্থযাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। নিলাগার হেলিপ্যাডে মেডিকেল টিম উপস্থিত রয়েছে। মাউন্টেন রেসকিউ টিম ও অন্যান্য দল নিখোঁজদের খোঁজ করছে।
আরও পড়ুন: রাত-বিরেতে ঘুঙুরের শব্দ, ধূপধুনোর গন্ধও, শান্তিপুরের সেই বাড়িতে যাবেন?
আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই
আরও পড়ুন: বাঁদরদের জন্য গাছ লাগানো বিশেষ ব্রিজ, আরামে করবে রাস্তা পার
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর
এ ব্য়াপারে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও ত্রাণ ও উদ্ধার কাজের কথা জানিয়েছেন। এলজির তরফে জানানো হয়েছে যে সিআরপিএফ, এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ, সেনা, স্থানীয় পুলিশ এবং শ্রাইন বোর্ডের দ্বারা উদ্ধার অভিযান চলছে।
#WATCH | 2 Through Wall Radars & 2 search & rescue dogs moved to the holy cave for rescue operation via helicopters from Sharifabad #AmarnathYatra pic.twitter.com/sOPlbudWCd
— ANI (@ANI) July 9, 2022
আহতদের উদ্ধারে ALH হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, মানুষের জীবন বাঁচানো আমাদের অগ্রাধিকার। তীর্থযাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
গান্ডারবালের সিএমও ডাঃ শাহ বলেছেন, আমাদের ২৮ জন ডাক্তার, ৯৮ জন প্যারামেডিক, ১৬টি অ্যাম্বুলেন্স রয়েছে। এসডিআরএফ দলও উপস্থিত রয়েছে।
সিএমও গান্ডারবাল ডাঃ আফরোজা শাহ জানান, বর্তমানে আহতদের তিনটি বেস হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আপার হোলি কেভ, লোয়ার হোলি কেভ, পাঞ্জতর্নি এবং আশেপাশের অন্যান্য সুবিধা নেওয়া হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অমরনাথ যাত্রা দুর্ঘটনায় স্বাস্থ্য বিভাগকেও সতর্ক মোডে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর কর্মীদের সমস্ত ছুটি বাতিল করেছে এবং তাঁদের অবিলম্বে ডিউটিতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে। সকল অফিসারদের তাঁদের মোবাইল চালু রাখার নির্দেশ দেন।