scorecardresearch
 

J-K-তে ফের গ্রেনেড হামলা, শ্রীনগরে CRPF বাহিনীর ওপর বোমা, আহত এক জওয়ান

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)-এর শ্রীনগরের সনৎনগরে সিআরপিএফ (CRPF) বাহিনীর ওপর হামলা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ওপর গ্রেনেড ছোড়া হয়।

Advertisement
জম্মু ও কাশ্মীরে গ্রেনেড হামলা। সতর্ক প্রশাসন (প্রতীকী ছবি) জম্মু ও কাশ্মীরে গ্রেনেড হামলা। সতর্ক প্রশাসন (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে আতঙ্কবাদী হামলা ঘটল
  • শনিবার বিকেলের দিকে শ্রীনগরের সনৎনগরে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে
  • এই ঘটনায় এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন

স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)-এ আতঙ্কবাদী হামলা ঘটল। শনিবার বিকেলের দিকে শ্রীনগরের সনৎনগরে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় এক সিআরপিএফ (CRPF) জওয়ান আহত হয়েছেন। গত দু'দিনে শ্রীনগরে এটি তৃতীয় গ্রেনেড হামলা।

সিআরপিএফ বাহিনীর ওপর হামলা
জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)-এর শ্রীনগরের সনৎনগরে সিআরপিএফ (CRPF) বাহিনীর ওপর হামলা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের ওপর গ্রেনেড ছোড়া হয়। এই ঘটনায় সিআরপিফের এক জওয়ান আহত হয়েছেন।

জৈশ জঙ্গি
এর আগে শনিবার পুলিশ জৈশ-এর ৪ জন আতঙ্কবাদীকে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, তারা বাইকে আইইডি লাগিয়ে বড়সড় বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল। তবে সে চেষ্টা ব্যর্থ করে দেয় নিরাপত্তাবাহিনী। তারা বোমা নিষ্ক্রিয় করে দেয়। গ্রেফতার হওয়া আতঙ্কবাদীদের মধ্যে একদন উত্তরপ্রদেশের বলে জানা গিয়েছে।

বিজেপি নেতার ওপর হামলা
জম্মু ও কাশ্মীরে বিজেপি নেতার ওপর আতঙ্কবাদীরা হামলা চালাল। বৃহস্পতিবার তাঁকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। গুরুতর জখম হয়েছেন জসবীর সিং। ঘটনার আরও ৫ জন আহত হয়েছেন বলে খবর।

Jammu and Kashmir grenade blast in Sanat Nagar one CRPF jawan injured abk three

কী ঘটেছিল?
জম্মু ও কাশ্মীরের রাজৌরির খান্ডলি এলাকার ঘটনা। বিজেপি নেতা দসবীর সিংয়ের বাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনার পর গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন জম্মুর এডিজিপি। হামলার ঘটনার পর তল্লাশি শুরু হয়েছে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।

এর আগেও বিজেপি নেতাদের ওপর হামলা
জম্মুতে এর আগেও বেশ কয়েক বার বিজেপি নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অগাস্ট মাসেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে আতঙ্কবাদীদের হামলার মুখে পড়েছিলেন বিজেপি নেতা গুলাম রসুল ডার এবং তাঁর স্ত্রী। গুলি করে তাঁদের খুন করা হয়। তিনি কুলগামের কিষান মোর্চার জেল সভাপতি এবং গ্রামের প্রধানও ছিলেন।

Advertisement

লেফটেন্যান্ট গভর্নরের শোক
এই ঘটনায় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। অনন্তনাগের লালচকে আতঙ্কবাদীরা গুলাম রসুল ডার আর তাঁর স্ত্রীকে গুলি করা হয়েছিল। তাঁরা গুরুতর জখম হয়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মৃত্যু হয়।

 

Advertisement