scorecardresearch
 

6.5 crore Years Old Stone From Nepal For Ayodhya Rama Statue: সাড়ে ৬ কোটি বছরের আদিম পাথরেই অযোধ্যায় রাম-মূর্তি, নেপাল থেকে আসছে শিলা

6.5 crore Years Old Stone From Nepal For Ayodhya Rama Statue: সাড়ে ৬ কোটি বছরের আদিম পাথরেই অযোধ্যায় রাম-মূর্তি, নেপাল থেকে আসছে শিলা। নেপালের মগধী জেলার বেণী থেকে সম্পূর্ণ বিধি মেনে প্রচুর লোকের শ্রদ্ধা ও পবিত্রতার মধ্য দিয়ে ঐ পবিত্র পাথর ভারতের অযোধ্যায় আনা হচ্ছে।

Advertisement
অযোধ্যার রামের মূর্তি হবে সাড়ে ৬ কোটি বছর পুরনো পাথর দিয়ে, নেপাল থেকে আসছে পবিত্র শিলা অযোধ্যার রামের মূর্তি হবে সাড়ে ৬ কোটি বছর পুরনো পাথর দিয়ে, নেপাল থেকে আসছে পবিত্র শিলা
হাইলাইটস
  • অযোধ্যার রামের মূর্তিতে সাড়ে ৬ কোটি বছর পুরনো পাথর
  • নেপাল থেকে আসছে পবিত্র শিলা
  • রামমন্দিরে নেপালের জনকপুরি থেকে আসছে এই দেব শিলা

6.5 crore Years Old Stone From Nepal For Ayodhya Rama Statue: অযোধ্যাতে তৈরি হতে থাকা রামমন্দিরে, রামের বা স্থানীয় ভাষায় রামলালার বাল্যকালের যে মূর্তি হবে, তার জন্য পাথর পছন্দ করা হয়েছে। যে পাথর দিয়ে তৈরি করা হবে, সেটি কোনও সাধারণ পাথর নয়। বরং তার ঐতিহাসিক, পৌরাণিক ধার্মিক এবং বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। নেপালের মগধী জেলার বেণী থেকে সম্পূর্ণ বিধি মেনে প্রচুর লোকের শ্রদ্ধা ও পবিত্রতার মধ্য দিয়ে ঐ পবিত্র পাথর ভারতের অযোধ্যায় আনা হচ্ছে।

শাস্ত্র ও বিজ্ঞান দুইয়েই গুরুত্ব

মাগধীতে প্রথমে শাস্ত্রসম্মত ক্ষমাপুজো করা হয়েছে। এরপরে জিওলজিক্যাল এবং আর্কিওলজিক্যাল বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পাথরটি খনন করা হয়। এখন এটিকে বড় ট্রাকে উঠিয়ে পুরো রাজকীয় সম্মানের সঙ্গে নিয়ে আসা হচ্ছে। যেখান, যেখান দিয়ে এই শিলা যাত্রা করেছে, সমস্ত রাস্তায় ভক্তজনেরা তা দর্শন করার জন্য এবং পুজো করার জন্য হাজির হয়েছিলেন।

আরও পড়ুনঃ একই ঘরে চন্দ্র-বৃহস্পতি, ৩ রাশিকে মালামাল করতে পারে

নেপালের তরফ থেকে আসে প্রস্তাব

প্রায় সাত মাস আগে নেপালের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিমলেন্দ্র নিধি, রামমন্দির নির্মাণের ট্রাস্টের সামনে এই প্রস্তাব রেখেছিলেন যে কালিগন্ডকী নদীর পাড় থেকে এই পাথর নেওয়া হয়েছে। সেটি নেপালের পবিত্র নদী। যা দামোদরকুণ্ড থেকে বেরিয়ে ভারতে গঙ্গা নদীতে মিলে যায়। এই নদীর পাড়েই শালগ্রাম পাথর পাওয়া যায়। যার বয়স কোটি কোটি বছরও হয়। যা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। ভগবান বিষ্ণুর রূপে শালগ্রাম পাথরের পুজো করা হয়. যে কারণে একে দেবশিলাও বলা হয়।

উচ্ছ্বাস দু'দেশেই

এই পাথর সেখান থেকে তুলে আনার আগে বিধি-বিধান হিসেবে প্রথমে ক্ষমা পুজা করা হয়েছে। এরপরে ক্রেনের মাধ্যমে পাথরের ট্রাকে ওঠানো হয়। একটি পাথরের ওজন ২৭ টন বলে বলা হচ্ছে। যেখানে অন্য পাথরটির ওজন ১৪ টন। গন্ডকী প্রদেশের সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী খগরাজ অধিকারী এই জনকপুর ধামের জানকী মন্দিরের মহন্তকে বিধিপূর্বক হস্তান্তরিত করেন। হস্তান্তকরণের আগে মুখ্যমন্ত্রী এবং প্রদেশের অন্য মন্ত্রীরা এই শালগ্রাম পাথরকে জলাভিষেক করেন। নেপালের তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরকে এই পাথর সমর্পিত করা নিয়ে সকলেই অত্যন্ত উৎসাহিত এবং উচ্ছ্বসিত।

Advertisement

 

Advertisement