scorecardresearch
 

SBI FD Rate : এসবিআইতে এফডি আছে, আপনার 'আচ্ছে দিন' আসছে, পাবেন বেশি সুদ

SBI FD Rate: সব জিনিসের দাম বেড়েই চলেছে। এর মধ্যে ভারতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ভাল খবর শোনাল। নতুন ফিক্সড ডিপোজিটের জন্য সুদ বাড়াবে।

Advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভাল খবর শোনাল (প্রতীকী ছবি) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভাল খবর শোনাল (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সব জিনিসের দাম বেড়েই চলেছে
  • এর মধ্যে ভারতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ভাল খবর শোনাল
  • নতুন ফিক্সড ডিপোজিটের জন্য সুদ বাড়াবে

SBI FD Rate: সব জিনিসের দাম বেড়েই চলেছে। এর মধ্যে ভারতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ভাল খবর শোনাল। নতুন ফিক্সড ডিপোজিটের জন্য সুদ বাড়াবে। এই খবর দেশের কোটি কোটি মানুষকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাল খবর
বিজনেস টুডে টিভির সঙ্গে একান্ত কথোপকথনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI-এর চেয়ারম্যান দীনেশ কুমার খারা বলেছেন, "নতুন ফিক্সড ডিপোজিটের ব্যাপারে বলা যায়, সেগুলো নতুন সুদের হার অনুযায়ী হবে। আমরা ইতিমধ্যে নির্দিষ্ট মেয়াদের জন্য আমাদের আমানতের হার বাড়িয়েছি।"

আরও পড়ুন: WhatsApp-এ ভুলেও এই কাজ নয়, হতে পারে জেল

আরও পড়ুন: মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনে মোটা মাইনের একগুচ্ছ চাকরি, রইল যোগ্যতা সহ বিস্তারিত

এখন সুদ কত পাওয়া যায়?
বর্তমানে, আপনি SBI-এ FD খাতা খুললে করলে আপনি ১২ থেকে ২৪ মাসের জন্য ৫.১০ শতাংশ সুদ পাবেন। তিন থেকে পাঁচ বছরের মধ্যে ম্য়াচিওর আমানত এখন পর্যন্ত ৫.৪৫ শতাংশ সুদের হার অফার করে।

যদিও এটা নতুন ফিক্সড ডিপোজিটের জন্য ভাল খবর। সর্বশেষ রেপো রেট বৃদ্ধি ঋণগ্রহীতাদের জন্য আরও খারাপ খবর দেয়। গৃহ ও অটো বা গাড়ি ঋণ গ্রহীতাদের তাদের বকেয়া টাকা উচ্চতর EMI দিতে হবে।

আরও পড়ুন: গুগল পে ১ মিনিটে দেবে ১ লক্ষ টাকার পার্সোনাল লোন, রইল পদ্ধতি

আরও পড়ুন: অস্কারে সেরা সিনেমা কোনটা? বাছতে টুইটে ভোটের সুযোগ

"এমন ঋণের রয়েছে যা পরিবর্তনশীল সুদের হারের মানদণ্ডের সঙ্গে যুক্ত। এই ধরনের ঋণের যোগাযোগের জন্য এটা সুদের হার বাড়ানোর দিকে পরিচালিত করবে", খারা বলেন।

Advertisement

ইউপিআই
স্বদেশি RuPay ক্রেডিট কার্ড দিয়ে শুরু করে ক্রেডিট কার্ডগুলিকে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের সঙ্গে লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে। আরবিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন খারা। তিনি বলেন, "ভিসা এবং মাস্টারকার্ডের মতো অন্যান্য কার্ডের ক্ষেত্রেও এটা হতে পারে।"

 

Advertisement