scorecardresearch
 

India Post Recruitment 2022 : দশম পাশেই ডাক বিভাগে দারুণ চাকরি, আবেদন কীভাবে?

India Post Recruitment 2022: এ ব্য়াপারে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শেষ তারিখ ১০ মার্চ। যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। 

Advertisement
ভারতীয় ডাকে চাকরির সুযোগ (প্রতীকী ছবি) ভারতীয় ডাকে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্টে চাকরির দারুণ সুযোগ
  • সেখানে মেল মোটর সার্ভিস বিভাগের অন্তর্গত স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে
  • সে জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে

India Post Recruitment 2022: ভারতীয় ডাক বা ইন্ডিয়া পোস্ট (India Post)-এ চাকরির দারুণ সুযোগ। সেখানে মেল মোটর সার্ভিস বিভাগের অন্তর্গত স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। সে জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। 

সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে
এ ব্য়াপারে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১৭। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় ডাকের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট হল indiapost.gov.in। এর মাধ্যমে আবেদন করতে পারবেন। শেষ তারিখ ১০ মার্চ।

আরও পড়ুন: আকাশ থেকে ঝাঁপ নীরজ চোপড়ার, তারপর যা হল দেখুন

খালি পদের বিবরণ-

  • মেল মোটর পরিষেবা কোয়েম্বাটোর: ১১
  • ইরোড বিভাগ: ০২
  • নীলগিরি বিভাগ: ০১
  • সালেম পশ্চিম বিভাগ: ০২
  • তিরুপুর বিভাগ: ০১

কী যোগ্যতা, জেনে নিন
এই পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের হালকা এবং ভারী মোটর যানের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর পাশাপাশি কোনও স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাশ হতে হবে।

এবং কমপক্ষে তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর। এই পদে নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন স্কেলের সম্পূর্ণ বিবরণের জন্য, প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের বয়স, বর্ণ, যোগ্যতা, অভিজ্ঞতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি শংসাপত্রের স্ব-প্রত্যয়িত বা সেলফ অ্যাটেসটেড ফটোকপি সহ নির্ধারিত আবেদনপত্রটি ম্যানেজার, মেইল ​​মোটর সার্ভিস, গুডস শেড রোড, কোয়েম্বাটোর -৬৪১০০১ পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ মার্চ। আবেদন করার আগে প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Advertisement

অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার

আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট

 

Advertisement