scorecardresearch
 

Scholarship : ৩ দুর্দান্ত স্কলারশিপ, কয়েক হাজার টাকা পাওয়ার সুযোগ মেধাবীদের, আবেদন কীভাবে?

Scholarship: মেধাবৃত্তি হল বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। তা পাওয়ার জন্য বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে। কোভিড অতিমারী চলার সময় ভারতে বেশ কয়েকটা স্কলারশিপ চালু হয়েছিল। এখানে বেশ কয়েকটা স্কলারশিপের কথা বলা হল।

Advertisement
বেশ কয়েকটা ভাল স্কলারশিপ (প্রতীকী ছবি) বেশ কয়েকটা ভাল স্কলারশিপ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • মেধাবৃত্তি হল বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য
  • তা পাওয়ার জন্য বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে
  • এখানে বেশ কয়েকটা স্কলারশিপের কথা বলা হল

মেধাবৃত্তি হল বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। তা পাওয়ার জন্য বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে। কোভিড অতিমারী চলার সময় ভারতে বেশ কয়েকটা স্কলারশিপ চালু হয়েছিল। এখানে বেশ কয়েকটা স্কলারশিপের কথা বলা হল।

১. টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম
টাটা ক্যাপিটাল হল টাটা গ্রুপের ফ্ল্যাগশিপ আর্থিক পরিষেবা শাখা। তারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য পঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে। বৃত্তিটির লক্ষ্য সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী পড়ুয়াদের ক্ষমতায়ন করা।

যোগ্যতার মানদণ্ড
বৃত্তিটি সিনিয়র সেকেন্ডারি, স্নাতক, ডিপ্লোমা এবং স্নাতকোত্তর কোর্সের জন্য প্রযোজ্য। পঙ্খ স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে ইচ্ছুক পড়ুয়াদের নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে:

ছাত্রের পরিবারের বার্ষিক আয় (সমস্ত উৎস থেকে) ৪ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়।

যোগ্যতা পরীক্ষায় প্রাপ্ত শতাংশের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে। যা কমপক্ষে ৬০ শতাংশ হওয়া উচিত। আবেদনকারীদের একটি সাক্ষাৎকারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। যাঁরা টেলিফোনিক ইন্টারভিউ ক্লিয়ার করবে, তাঁদের চূড়ান্ত কমিটির রাউন্ডের জন্য বাছাই করা হবে।

যে পড়ুয়ারা ওপরের মানদণ্ডগুলি পূরণ করবে, তারা অ্য়াকাডেমিক কোর্সের জন্য ৮০ শতাংশ ফি পাবে। টাটা ক্যাপিটালের কর্মীরাও পঙ্খ স্কলারশিপ প্রোগ্রামের অংশ। যেখানে শিক্ষার্থীদের তাঁদের নির্বাচিত ক্ষেত্রে সফল হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় এবং আরও ভাল দিশা নির্দশে করা হয়।

আবেদনের শেষ তারিখ: ৩১ অগাস্ট, ২০২২

আরও বিস্তারিত জানার জন্য দেখুন: https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme

২. ইঞ্জিনিয়ারিং ছাত্রীদের জন্য রোলস-রয়েস উন্নতি স্কলারশিপ ২০২২ 
রোলস-রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড স্নাতক ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের থেকে আবেদন আমন্ত্রণ জানাচ্ছে। বৃত্তিটি মেধাবী ছাত্রীদের তাঁদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য আর্থিকভাবে সহায়তা করার জন্য।

Advertisement

যোগ্যতা:
ভারতীয় ছাত্রীদের জন্য উন্মুক্ত যাঁরা বর্তমানে AICTE-স্বীকৃত প্রতিষ্ঠানে Aerospace, Marine, Electronics, Computers, ইত্যাদি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম/দ্বিতীয়/তৃতীয় বর্ষ পড়ছেন।
আবেদনকারীদের অবশ্যই দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাসের বোর্ড পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেতে হবে।

কী পাওয়া যাবে: ৩৫ হাজার টাকা। 

আবেদনের শেষ তারিখ: ০১ অগাস্ট, ২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: www.b4s.in/it/UNS4

আরও পড়ুন: WhatsApp-এ ভুলেও এই কাজ নয়, হতে পারে জেল

আরও পড়ুন: মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনে মোটা মাইনের একগুচ্ছ চাকরি, রইল যোগ্যতা সহ বিস্তারিত

আরও পড়ুন: গুগল পে ১ মিনিটে দেবে ১ লক্ষ টাকার পার্সোনাল লোন, রইল পদ্ধতি

৩. ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ ২০২২-২৩ ফর এসটি
ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ ২০২২-২৩ ফর এসটি হল ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দেওয়া একটি সুযোগ যা নির্দিষ্ট বিষয়ে বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে।

যোগ্যতা:
২০২২-২৩ সালের জন্য ১ জুলাই, ২০২২-এ ৩৫ বছরের কম বয়সী এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য খোলা।
প্রার্থীদের অবশ্যই স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিদেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে নিয়মিত এবং পূর্ণকালীন মাস্টার্স/পিএইচডি/পোস্টডক্টরাল কোর্সে ভর্তি হতে হবে।
বার্ষিক পারিবারিক আয় বার্ষিক ৬ লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। পদটির জন্য যোগ্য হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সমস্ত নির্দিষ্ট আকাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

কী পাওয়া যাবে: বিভিন্ন রকমের সুবিধা দেওয়া হবে

আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই, ২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: https://overseas.tribal.gov.in/StudentsRegistrationForm.aspx

 

Advertisement