scorecardresearch
 

Scholarship : ২ দুর্দান্ত স্কলারশিপের হদিশ, অ্য়াপ্লাই করুন তাড়াতাড়ি

Scholarship: স্কলারশিপ বা বৃত্তি বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। এগুলো খুব কাজের। তার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে। করোনা অতিমারী চলাকালীন ভারতে অনেক স্কলারশিপ চালু হয়েছিল যা মা-বাবা বা উপার্জনকারী সদস্যদের হারিয়েছেন, এমন পড়ুয়াদে সহায়তা করে।

Advertisement
বেশ কয়েকটা স্কলারশিপের হদিশ রইল (প্রতীকী ছবি) বেশ কয়েকটা স্কলারশিপের হদিশ রইল (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্কলারশিপ বা বৃত্তি বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য
  • এগুলো খুব কাজের
  • তার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে

Scholarship: স্কলারশিপ বা বৃত্তি বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। এগুলো খুব কাজের। তার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে। করোনা অতিমারী চলাকালীন ভারতে অনেক স্কলারশিপ চালু হয়েছিল যা মা-বাবা বা উপার্জনকারী সদস্যদের হারিয়েছেন, এমন পড়ুয়াদে সহায়তা করে।

১. এআইসিটিই ইনফরমেশন টেকনোলজি ইন্টার্নশিপ (AICTE Information Technology Internship 2022)

AICTE ইনফরমেশন টেকনোলজি ইন্টার্নশিপ ২০২২ হল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) উত্তরপ্রদেশের বারাণসী স্মার্ট সিটিতে কাজ করার জন্য ৫ জন ইন্টার্নের জন্য একটি উদ্যোগ।

যোগ্যতা: বিই/বিটেকধারী প্রার্থীদের জন্য

কী দেওয়া হবে: প্রতি মাসে ১০,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ৩০-০৬-২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: https://internship.aicte-india.org/internship-details.php?uid=INTERNSHIPGOV_1652268707627b9ea39c67b&level=2

আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোম পছন্দ ৮২ শতাংশ কর্মীর, বলছে সমীক্ষা

আরও পড়ুন: বাঁকুড়ার বড়জোড়ায় গরু বাঁধার জায়গাতেও TMC-BJP-র মধ্যে মারামারি, আহত ১২

আরও পড়ুন: পলিসি হোল্ডাররা কম দামে পাবেন এলআইসি-র শেয়ার, কীভাবে?

৩. ফুলব্রাইট কালাম ক্লাইমেট ফেলোশিপ ফর ডক্টরাল রিসার্চ (Fulbright Kalam Climate Fellowship for Doctoral Research 2023-24)

ফুলব্রাইট কালাম ক্লাইমেট ফেলোশিপ ফর ডক্টরাল রিসার্চ ২০২৩-২৪ হল মার্কিন যুক্তরাষ্ট্র-ইন্ডিয়া এডুকেশনাল ফাউন্ডেশন (USIEF)-এর উদ্যোগ। ভারতীয় মেধাবীদের জন্য ভারতীয় প্রতিষ্ঠানে পিএইচডি করার জন্য এটা দেওয়া হয়।

যোগ্যতা:
যাঁরা প্রাসঙ্গিক ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা পরিচালনা করেছেন, বিশেষ করে  ভারতে উচ্চ অ্যাকাডেমিক পটভূমি-সহ সম্পদ শনাক্তকরণে।

১ নভেম্বর ২০২১ বা তার আগে ভারতীয় প্রতিষ্ঠানে পিএইচডি ডিগ্রির জন্য রেজিস্ট্রার্ড মার্কিন আবেদনকারীরাও আবেদন করতে পারবেন।

মেধাবীদের যা দেওয়া হবে: পরিবর্তনশীল পুরস্কার

Advertisement

আবেদনের শেষ তারিখ: ১৫-০৯-২০২২

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

Url: https://www.usief.org.in/Fellowships/Fulbright-Kalam-Climate-Fellowship.aspx

 

Advertisement