scorecardresearch
 

Scholarship : ৩ দুর্দান্ত স্কলারশিপ, অ্য়াপ্লাই করুন মে-জুনের মধ্যেই

Scholarship: স্কলারশিপ বা বৃত্তি খুবই কাজের। বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। এগুলো খুব কাজের। ঘটনা হল, তার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে।

Advertisement
বেশ কয়েকটি ভাল স্কলারশিপের হদিশ (প্রতীকী ছবি) বেশ কয়েকটি ভাল স্কলারশিপের হদিশ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • স্কলারশিপ বা বৃত্তি খুবই কাজের
  • বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য
  • তার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে

Scholarship: স্কলারশিপ বা বৃত্তি খুবই কাজের। বিভিন্ন বয়স এবং যোগ্যতার পড়ুয়াদের দেওয়া এক ধরনের আর্থিক সাহায্য। এগুলো খুব কাজের। তা পাওয়ার বিভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকতে পারে। করোনা অতিমারী চলাকালীন ভারতে অনেক স্কলারশিপ চালু হয়েছিল যা মা-বাবা বা উপার্জনকারী সদস্যদের হারিয়েছেন, এমন পড়ুয়াদের বেশ সহায়তা করে।

1. International Day of Yoga Jingle Contest 2022 
আন্তর্জাতিক যোগ জিঙ্গল প্রতিযোগিতা ২০২২ (International Day of Yoga Jingle Contest 2022) 18 বছরের বেশি বয়সী ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি ভাল সুযোগ।

সমস্ত বয়সের মানুষের মধ্যে যোগব্যায়ামকে সচেতনতা ও গ্রহণ করার জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক (MoA) এই প্রতিযোগিতার আয়োজন করছে।

যোগ্যতা: এমন প্রার্থী যাঁর বয়স কমপক্ষে 18 বছর।

কী পাওয়া যাবে: নগদ 25,000 টাকা

আবেদনের শেষ তারিখ: 21-06-2022

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: https://www.mygov.in/task/international-day-yoga-2022-jingle-contest/

আরও পড়ুন: নিজের ক্যাফে চালানো নিয়ে স্বামীর সঙ্গে অশান্তি, যাদবপুরে আত্মঘাতী বধূ

আরও পড়ুন: কবর থেকে বের করলেন বন্ধুর লাশ, তারপর বাইকে শহর ঘুরলেন যুবক

আরও পড়ুন: ব্লাউজের বদলে পিঠজুড়ে মেহেন্দি, ফ্লাইং কিস দিচ্ছেন এই সুন্দরী, VIRAL

2. AICTE Internship for Civil Infrastructure 2022
ইন্টার্নশিপ ফর সিভিল ইনফ্রাস্ট্রাকচার ২০২২ (AICTE Internship for Civil Infrastructure 2022) হল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)-এর একটি উদ্যোগ। যা BE/BTech ডিগ্রিধারীদের জন্য ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে বারাণসী স্মার্ট সিটিতে সিভিল ইনফ্রাস্ট্রাকচারে কাজ করার জন্য।

যোগ্যতা: BE/BTech ডিগ্রি রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ও সিভিল ইঞ্জিনিয়ারিং (কনস্ট্রাকশন টেকনোলজি, সেইসঙ্গে দক্ষতা এবং আগ্রহ) প্রার্থীদের জন্য সুযোগ।

Advertisement

কী পাওয়া যাবে: প্রতি মাসে 10,000 টাকা

আবেদনের শেষ তারিখ: 31-05-2022

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

Url: https://internship.aicte-india.org/internship-details.php?uid=INTERNSHIPGOV_165087213862664f4aa73af&level=2

3. Nursing Scholarship Sasakawa India Leprosy Foundation 2022-23
সাসাকাওয়া ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন নার্সিং স্কলারশিপ ২০২২-২৩ (Nursing Scholarship Sasakawa India Leprosy Foundation 2022-23) হল সাসাকাওয়া-ইন্ডিয়া লেপ্রসি ফাউন্ডেশন (S-ILF)-এর এক উদ্যোগ। যা সেলফ সেটেলড লেপ্রোরি কলোনিতে বসবাসকারী পড়ুয়া, যাঁরা  উচ্চ শিক্ষা পেতে চায়।

যোগ্যতা: 17 বছরের কম বয়সী প্রার্থীদের জন্য সুযোগ রয়েছে। যারা একটি স্ব-নিয়ন্ত্রিত কুষ্ঠরোগী কলোনীতে বসবাস করছেন এবং যারা বিএসসি নার্সিং (বেসিক) এবং জিএনএম ডিগ্রি অর্জন করতে চান।

প্রার্থী বা প্রার্থীর অন্তত একজন অভিভাবক কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছেন।

কী পাওয়া যাবে: পরিবর্তনশীল পুরস্কার

আবেদনের শেষ তারিখ: 05-06-2022

আবেদনের মোড: শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন

ইউআরএল: http://scholarship.silf.in/

 

Advertisement