ওঁরা রাজনৈতিক ভাবে একে অপরের প্রতিপক্ষ। কিন্তু সোমবার যুযুধান দুপক্ষ টুইট-যুদ্ধে জড়ালেন সম্পূর্ণ অন্য কারণে। এবং সেটা ক্রিকেট। ওঁরা বলতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা, মদন মিত্র (Madan Mitra)।
বাবুল সুপ্রিয় ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী (Hanuma Vihari)-র খেলা নিয়ে এদিন টুইটে কিছু মন্তব্য করেছেন। তার পাল্টা সমালোচনা করেছেন মদন মিত্র (Madan Mitra)। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনীতির উত্তাপ যেন ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও!
এদিন টুইটে বাবুল লিখেছেন, "৭ রান করার জন্য ১০৯ বল খেলে ফেললেন! নিষ্ঠুর বললেও কম বলা হবে। হনুমা বিহারী শুধুমাত্র ভারতের ঐতিহাসিক জয়ের যে সুযোগ, তা খুন করলেন না। ক্রিকেট কে-ও খুন করলেন। আর জেতার কোনও সুযোগই রাখলেন না। যদি খুব কম করেও বলি, তা হলে বলতে হয় অপরাধী। পুনশ্চ আমি জানি আমি ক্রিকেটের ব্যাপারে কিছুই জানি না।"
Playing 109 balls to score 7 !That is atrocious to say the least•Hanuma Bihari has not only killed any Chance for India to achieve a historic win but has also murdered Cricket.. not keeping win an option, even if remotely, is criminal.
— Babul Supriyo (@SuPriyoBabul) January 11, 2021
PS: I know that I know nothing abt cricket
এরপরই 'মাঠে' নামেন মদন মিত্র। তিনি বাবুলকে পাল্টা টুইট করেছেন। তাঁর দাবি, তাঁকে শুধু অপরাধী বলে দাগিয়ে দিয়ে থেমে গেলেন কেন? আরও কিছু বলুন। বলুন উনি দেশবিরোধী। নাগপুর থেকে আপনাদের মতো মানুষজন এই ধরণেরই শিক্ষাদীক্ষা পেয়ে থাকেন।
Why just stop at labeling him as a criminal? Go ahead and call him anti-national also. The kind of indoctrination you guys receive in Nagpur. https://t.co/eBFPWIjCJT
— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) January 11, 2021Advertisement
দু'জন হাফ সেঞ্চুরিয়ন আউট হয়ে যাওয়ার পর ভারত যে ড্র'য়ের দিকেই পা বাড়াবে সেটা কার্যত নিশ্চিত ছিল। কিন্তু হনুমা বিহারী হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর একটা সংশয় মনের ভিতর দানা বাঁধতে শুরু করছিল। ভারতীয় ক্রিকেট দল কি তবে এই টেস্ট ম্যাচ হেরে সিরিজ়ে পিছিয়ে পড়বে। কিন্তু, আজ যেন যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিলেন বিহারী।
ওই চোট নিয়েই তিনি রবিচন্দ্রন অশ্বিনকে সঙ্গ দিয়ে গেলেন। ম্যাচের শেষে হনুমা ২৩ রানে এবং অশ্বিন ৩৯ রানে উইকেটে অপরাজিত থাকলেন। সেইসঙ্গে চওড়া হয়ে উঠল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অজিঙ্কা রাহানের মুখের হাসি। অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্যাচে তিনি হারেননি। সিডনিতেও সেই রেকর্ডটা অক্ষুণ্ণ থাকল।