scorecardresearch
 

বেসুরো গেয়েও দলেই মদন, থাকছেন বঙ্গধ্বনি যাত্রায়

১১ ডিসেম্বর, শুক্রবার থেকে ভোটের কাজে পুরোদমে নেমে পড়তে চলেছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। নিজের এলাকা কামারহাটি (Kamarhati) থেকে ভোট-প্রচার শুরু করবেন তিনি। মঙ্গলবার তিনি এ কথা জানিয়েছেন।

Advertisement
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ছবি সৌজন্য: মদন মিত্রর ফেসবুক রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। ছবি সৌজন্য: মদন মিত্রর ফেসবুক
হাইলাইটস
  • শুক্রবার থেকে ভোটের কাজে পুরোদমে
  • নিজের এলাকা থেকে ভোট-প্রচার শুরু
  • রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র

১১ ডিসেম্বর, শুক্রবার থেকে ভোটের কাজে পুরোদমে নেমে পড়তে চলেছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। নিজের এলাকা কামারহাটি (Kamarhati) থেকে ভোট-প্রচার শুরু করবেন তিনি। মঙ্গলবার তিনি এ কথা জানিয়েছেন।

দিন কয়েক আগে তাঁর মন্তব্য ঘিরে জলঘোলা হচ্ছিল। দলের প্রতি তিনি বিরক্ত কিনা, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। তবে সে সব উড়িয়ে তিনি ভোটের দরিয়ায় ঝাঁপাতে চলেছেন।

এদিন ফেসবুক লাইভে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। কামারহাটি তৃণমূল ভবন থেকে মিছিল। যাবে রথতাল পর্যন্ত। মদন বলেন, "১১ ডিসেম্বর কামারহাটি থেকে রথতলা পর্যন্ত 'বঙ্গধ্বনি যাত্রা' (Bangodhwani Yatra) করব। থাকবেন কামারহাটি পুরসভার প্রশাসনিক প্রধান গোপাল সাহা-সহ সেখানকার সব কো-অর্ডিনেটর। সেখানকার ১০ হাজার যুবক অংশ নেবেন।" 

মদন বলেন, "এবারের স্লোগানটা বদলও নয়, বদলাও নয়। বাংলা ডার্বিতে মমতার হ্যাটট্রিক, মানুষের হ্যাটট্রিক, মা-মাটির হ্যাটট্রিক। তিনি বলেন, ময়দান ছেড়ে চলে যাবেন না। চুপ করে বসে থাকুন। ছিপ ফেলে বসে থাকুন। আজ নয় কাল মাছ উঠবে। যদি ছিপ ছেড়ে চলে যান, তাহলে মাছ আপনি ধরতে পারবেন না। পুকুরের মধ্যে যেমন মাছ থাকে, আমরা তেমন জনগণের মধ্যে মিশে থাকি।"

দিন কয়েক আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, "টাইম ফর প্য়াক আপ।" তার ওই কয়েকটি শব্দ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। তবে কি তিনি দল ছাড়ার দিকে ইঙ্গিত দিচ্ছেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ব্য়াখ্য়া দিয়েছিলেন, বিজেপিকে আটকাতেই তিনি ওই শব্দ লিখেছিলেন। আটকে দিতে হবে বিজেপিকে। তাই প্য়াক আপ।

ফেসবুকে ওই মন্তব্য করার পদ তাঁকে সরকারি একটি কমিটিতে বসানো হয়। পরিবহণ কর্মীদের যাতে স্বাস্থ্যসাথী-সব অন্যান্য সরকারি সুয়োগ-সুবিধা পেতে কোনও অসুবিধা না হয়, তাই তৈরি করী হয় একটি কমিটি। তার চেয়ারম্য়ান পদে বসানো হয় রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। তিনি ২০১১ সালে কামারহাটি বিধানসভায় লড়েছিলেন। ভোটে জিতেছিলেন, পরে মন্ত্রী হন। তবে ২০১৬ সালে ওই কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।

Advertisement

Advertisement