scorecardresearch
 

নাম না করে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের, 'নেতাইয়ে যাচ্ছি-পদ্ম ফুটিয়ে দেখাক'

বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। বুধবার কলকাতায় তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে দলের নেতা ছত্রধর মাহাতো (Chatradhar Mahato)-কে নিয়ে সভা করব। তিনি বলেন ক্ষমতা থাকলে ওখানে পদ্ম ফুটিয়ে দেখাক। তাঁর অক্রমণের লক্ষ্য, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

Advertisement
রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা মদন মিত্র। ছবি সৌজন্য: ফেসবুক রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা মদন মিত্র। ছবি সৌজন্য: ফেসবুক
হাইলাইটস
  • বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল নেতা মদন মিত্র
  • জানুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে দলের নেতা ছত্রধর মাহাতোকে নিয়ে সভা করব
  • ক্ষমতা থাকলে ওখানে পদ্ম ফুটিয়ে দেখাক

বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। বুধবার কলকাতায় তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে দলের নেতা ছত্রধর মাহাতো (Chatradhar Mahato)-কে নিয়ে সভা করব। তিনি বলেন ক্ষমতা থাকলে ওখানে পদ্ম ফুটিয়ে দেখাক। তাঁর অক্রমণের লক্ষ্য, সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

এদিন তিনি আদালতে এসেছিলেন আত্মসমর্পণ করতে। তালতলা থানার একটি মামলায় ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন, ব্যক্তিগত বন্ডে জামিন পান। ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান। দুপুরে আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির হয়েছিলেন তিনি।

মদন মিত্র জানান, তাঁর নামে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। সিপিএমের সময় ভয় পাননি বিজেপি ১ লক্ষ মামলা করলেও ভয় পাবেন না। ৭ জানুয়ারিতে নেতাইয়ে সভা করবেন বলে জানিয়েছেন তিনি। আর বিজেপি তাঁর চ্যালেঞ্জে, পারেল সেখানে পদ্ম ফুটিয়ে দেখাক।

দিন কয়েক আগে তাঁর মন্তব্য ঘিরে জলঘোলা হচ্ছিল। দলের প্রতি তিনি বিরক্ত কিনা, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল। তবে সে সব উড়িয়ে তিনি ভোটের দরিয়ায় ঝাঁপাতে চলেছেন।

এদিন ফেসবুক লাইভে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। কামারহাটি তৃণমূল ভবন থেকে মিছিল। যাবে রথতলা পর্যন্ত। মদন বলেন, "১১ ডিসেম্বর কামারহাটি থেকে রথতলা পর্যন্ত 'বঙ্গধ্বনি যাত্রা' করব। থাকবেন কামারহাটি পুরসভার প্রশাসনিক প্রধান গোপাল সাহা-সহ সেখানকার সব কো-অর্ডিনেটর। সেখানকার ১০ হাজার যুবক অংশ নেবেন।" 

মদন বলেন, "এবারের স্লোগানটা বদলও নয়, বদলাও নয়। বাংলা ডার্বিতে মমতার হ্যাটট্রিক, মানুষের হ্যাটট্রিক, মা-মাটির হ্যাটট্রিক। তিনি বলেন, ময়দান ছেড়ে চলে যাবেন না। চুপ করে বসে থাকুন। ছিপ ফেলে বসে থাকুন। আজ নয় কাল মাছ উঠবে। যদি ছিপ ছেড়ে চলে যান, তাহলে মাছ আপনি ধরতে পারবেন না। পুকুরের মধ্যে যেমন মাছ থাকে, আমরা তেমন জনগণের মধ্যে মিশে থাকি।"

Advertisement

দিন কয়েক আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, "টাইম ফর প্য়াক আপ।" তার ওই কয়েকটি শব্দ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। তবে কি তিনি দল ছাড়ার দিকে ইঙ্গিত দিচ্ছেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ব্য়াখ্য়া দিয়েছিলেন, বিজেপিকে আটকাতেই তিনি ওই শব্দ লিখেছিলেন। আটকে দিতে হবে বিজেপিকে। তাই প্য়াক আপ।

Advertisement