scorecardresearch
 

West Bengal Election 2021 : সবার অলক্ষ্য আলিপুরদুয়ারের কালচিনি আর মাদারিহাটের অনন্য নজির!

আলিপুরদুয়ার জেলার চা-বাগানে ভর্তি কালচিনি এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর ভোটার তালিকায় পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের নাম বেশি উঠেছে।

Advertisement
আলিপুরদুয়ারে চা-বাগানে কাজ করছেন মহিলারা। ছবি: অসীম দত্ত আলিপুরদুয়ারে চা-বাগানে কাজ করছেন মহিলারা। ছবি: অসীম দত্ত
হাইলাইটস
  • সবার অজান্তে রেকর্ড গড়ে ফেলেছে আলিপুরদুয়ারের দুই বিধানসভা কেন্দ্র
  • রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আলিপুরদুয়ার জেলার দুই বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার সংখ্যা বেশি
  • আলিপুরদুয়ার জেলা প্রশাসন জানিয়েছে, রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্রে এমন নজির নেই

অসীম দত্ত

সবার অজান্তে রেকর্ড গড়ে ফেলেছে আলিপুরদুয়ারের দুই বিধানসভা কেন্দ্র। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আলিপুরদুয়ার জেলার দুই বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটার সংখ্যা বেশি। আলিপুরদুয়ার জেলা প্রশাসন জানিয়েছে, রাজ্যের অন্য কোনও বিধানসভা কেন্দ্রে এমন নজির নেই।

আলিপুরদুয়ার জেলার চা-বাগানে ভর্তি কালচিনি এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর ভোটার তালিকায় পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের নাম বেশি উঠেছে।

তা ছাড়া চা-বাগান কেন্দ্রিক ওই দুই বিধানসভা কেন্দ্রে প্রচুর পরিমানে বিধবা ভোটার রয়েছে। তাই ওই দুই বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় সাংবাদিক সন্মেলন করে এই কথা জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।

কালচিনি বিধানসভা

জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী এবার কালচিনি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৫৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮১৭ জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৬ জন। এ বছর কালচিনি বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯২৯ জন।

মাদারিহাট বিধানসভা

এবার আসা যাক মাদারিহাট বিধানসভার দিকে। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৯২৭ জন।এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৫৯ জন। মাদারিহাট কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৫৮ জন।

এই কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৭৯৯ জন। সেখানে কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১০ জন। আলিপুরদুয়ার জেলা প্রশাসন জানিয়েছে আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৪৪ হাজার ৩৫১ জন।

Advertisement

জেলার ৫টি বিধানসভা কেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৩ জন। রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোট। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার ভোট। এই পর্বে ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে।

 

Advertisement