scorecardresearch
 

ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যকে দুমড়েমুচড়ে শেষ করে দিয়েছেন ! বিপ্লবকে তোপ জ্যোতিপ্রিয়র

এদিন বিকেলে উত্তর ২৪ পরগনার হাবড়ায় জ্যোতিপ্রিয় বলেন, "ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যটাকে দুমড়েমুচড়ে শেষ করে দিয়েছেন।" তাঁর অভিযোগ, ত্রিপুরায় মাফিয়া-রাজ চলে। ত্রিপুরায় তোলাবাজি চলে। বিপ্লবের দল তোলাবাজির করে খায়, ওখানে গুলি করে মারা হয়।

Advertisement
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার হাবড়ায়। ছবি: দীপক দেবনাথ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার হাবড়ায়। ছবি: দীপক দেবনাথ
হাইলাইটস
  • ত্রিপুরার বিজেপি সরকারের তুমুল সমালোচনা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
  • তাঁর অভিযোগ, ওই সরকার তোলাবাজির সরকার, মিথ্যাবাদীর সরকার
  • মঙ্গলবার এভাবেই তাদের আক্রমণ করলেন তিনি

ত্রিপুরার বিজেপি সরকার এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)-এর তুমুল সমালোচনা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর অভিযোগ, ওই সরকার তোলাবাজির সরকার, মিথ্যাবাদীর সরকার। মঙ্গলবার এভাবেই তাদের আক্রমণ করলেন তিনি।

এদিন বিকেলে উত্তর ২৪ পরগনার হাবড়ায় জ্যোতিপ্রিয় বলেন, "ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যটাকে দুমড়েমুচড়ে শেষ করে দিয়েছেন।" তাঁর অভিযোগ, ত্রিপুরায় মাফিয়া-রাজ চলে। ত্রিপুরায় তোলাবাজি চলে। বিপ্লবের দল তোলাবাজির করে খায়, ওখানে গুলি করে মারা হয়।

বিপ্লব দেবকে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) বলেন "ভারতে যদি কোনও মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী থেকে থাকেন, তিনি হচ্ছেন বিপ্লব দেব। উনি মিথ্যা কথা বলেন। আসলে বিজেপি সরকার তাই তোলাবাজ, ত্রিপুরায় তোলাবাজের সরকার চলছে। 

মন্ত্রীর অভিযোগ, ত্রিপুরার অধিকাংশ মানুষ খেতে পান না। এক বেলা খান, আরেক বেলা খান না। অথচ ত্রিপুরার সমস্ত বিজেপি নেতা দিল্লিতে ব্যাংকব্যালেন্স করেছে, কলকাতা, সল্টলেক বা নিউটনের জায়গা কিনে বাড়ি করেছে। ত্রিপুরায় যারা বিজেপি নেতা তারা হচ্ছে চোরের মডেল।

তাঁর আরও অভিযোগ, ভারতে যদি চোরের মডেল হয়, সেটা হচ্ছে ত্রিপুরা। এরা যেন বেশি কথা না বলে। এখানে যেন তারা ত্রিপুরা মডেল করতে না আসে।
 
এদিন সকলেই পরিবর্তন যাত্রায় যোগ দিতে হাবরায় আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তা নিয়েও কটাক্ষ করেন হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জ্যোতিপ্রিয়।

তাঁর মতে, "এইসব লোকগুলো ত্রিপুরাকে শেষ করে দিয়েছে এরা যদি হাবড়াতে পা রাখে, হাবড়াও শেষ হয়ে যাবে। এদিকে, বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি ৫০ টা আসনও পাবে না বলে দাবি জ্যোতিপ্রিয়র। 

গাইঘাটায় তৃণমূলের মিছিলের ওপরে বিজেপির যে হামলার অভিযোগ উঠেছে, সেই নিয়েও এদিন কেন্দ্র বাহিনীকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী।

Advertisement

জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) বলেন, "আমাদের দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অনেক আগেই বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিএসএফ সদস্যরা গতকাল মমতা ব্যানার্জির ছবি ছিঁড়েছে, দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে, কুড়ি জনকে আক্রান্ত হয়েছেন। বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

আমরা কলকাতা হাইকোর্টের বিএসএফের বিরুদ্ধে মামলা করব। আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি।" বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বিএসএফকে নিজেদের কাজে ব্যবহার করার অভিযোগও তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।

 

Advertisement