তৃণমূল সরকারকে টিকা চোর বলে বিঁধলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। রবিবার বিধাননগরের তিনি এই অভিযোগ করেছেন। এদিন দলের এক বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
এদিন বিধাননগরের আইসিসিআর-এ দলের এক বৈঠছ ছিল। সেখানে যোগ দেওয়ার আগে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী করোনা যোদ্ধাদের জন্য টিকা পাঠিয়েছেন। আর সেই টিকা নিচ্ছেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রীরা। চাল চোর, ত্রিপল চোরের পর এবার ভ্যাকসিন চোর।
নিয়ম ভেঙে তৃণমূলের ২ বিধায়ক করোনার টিকা নিলেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বর্ধমানের ঘটনা অভিযোগের তির তৃনমূলের কাটোয়ার বিধায়ক রবি চট্টোপাধ্যায় এবং ভাতারের বিধায়ক সুভাষ মন্ডলের বিরুদ্ধে।
শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে করোনার টিকা করন অভিযান এদিন প্রথম টিকা দেওয়া শুরু হল। অভিযোগ তৃণমূলের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অভিনন্দন চট্টোপাধ্যায় কাটোয়ায় নিয়ম ভেঙে করণা টিকা নিয়েছেন অন্যদিকে আরেকটি অভিযোগ উঠেছে বড় পূর্ব বর্ধমানের ভাতার এর বিধায়ক সুভাষ মন্ডল এর বিরুদ্ধে এর জেনারেল হাসপাতালে টিকা করন প্রক্রিয়া চলছিল। নিয়ম অনুসারে করুণা ফ্রন্টলাইন যোদ্ধাদের টিকা দেওয়ার কথা কিন্তু সুভাষ মন্ডল সেসব নিয়ম মানেন নি তিনি গিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
করোনাভাইরাসের টিকাকরন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ, নিখরচায় করোনাভাইরাসের টিকার ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্র সরকার করলেও রাজ্য সরকার তার সাফল্যে ভাগ বসাতে চাইছে! এবং দাবি করছে এই কাজটা তারা করেছে।
আর এ নিয়ে শনিবার কৈলাস বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। দিন কয়েক আগে একই ভাবে বিঁধেছিলেন বিজেপি নেতা অমিত মালব্যও।
এদিন কৈলাস বিজয়বর্গীয় টুইটে লিখেছেন, মোদীজি দেশের তিন কোটি মানুষের জন্য নিখরচায় করোনাভাইরাসের টিকা পাঠিয়েছেন। ওই প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। সেখানে নিখরচায় টিকা দেওয়ার কাজ চলছে। কিন্তু মমতাজি নিজের ছবি দিয়ে একটা চিঠি পাঠাচ্ছেন। যেখানে দাবি করছেন তিনি টিকা পাঠাচ্ছেন। এর থেকে বড় সাদা মিথ্যে আর কিছু হতে পারে না। এটা লজ্জার শেষ সীমানায় পৌঁছে গেছে।