রাজ্যে বেকারদের ব্যাপারে কোনও তথ্য নেই রাজ্য সরকারের কাছে। এই তথ্য কি অমর্ত্য সেন (Amartya Sen) জানেন? সোমবার এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। আর জমি বিতর্ককে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ব্যাপার বলেছেন।
জমি বিতর্ক নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)-এর ব্যাপার বলেছেন। রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।
এদিন দলের হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। ছিলেন সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা শিশির বাজোরিয়া এবং সপ্তর্ষি চৌধুরি।
এদিন শমীক দাবি করেন, নথিভুক্ত বেকারের সংখ্যা কত, কোনও তথ্য নেই রাজ্য সরকারের কাছে। এখানে মডেল কেরিয়ার সেন্টার তৈরি করা হয়েছে। টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। কোনও জব ফেয়ার, প্রশিক্ষণ দেয়নি রাজ্য। দীনদয়াল উপাধ্যায় বিকাশ কৌশল যোজনা নিয়ে সরকার কিছু করছে না।
তাঁর অভিযোগ, বেসরকারি সংস্থাকে বিনা দরপত্রে কাজ দেওয়া হয়েছে। ৭ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একজনও চাকরি পায়নি। জুটমিল বন্ধ অথচ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বেকারদের কোনও তথ্য নেই, জানা নেই সরকারের। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কত মানুষ উপকার পেয়েছেন, তার তথ্য নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে (Employment Exchange)-গুলিকে সরকার পঙ্গু করে দিয়েছে। শুধুমাত্র কেন্দ্রের বিরোধিতার জন্য। ১ কোটি কর্মহীন মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। অমর্ত্য সেন নিয়ে ছায়ার লড়াই চলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সমস্যা। অমর্ত্য সেন কি জানেন, তাঁর রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যাপারে কোনও তথ্য নেই সরকারের কাছে।
এদিন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) আরও অভিযোগ করেন, খেলা, মেলা মোচ্ছবের সরকার। শিল্পায়ন করতে পারে, পুঁজি আনতে পারে না, বেকারদের কাজ দিতে পারে না। মানুষের কর্মদক্ষতা বাড়াতে পারে না। কেন্দ্র এ জন্য টাকা দিচ্ছে, অফিস তৈরির টাকা দিচ্ছে, পেশাদার কর্মীর টাকা দিচ্ছে।রাজ্য সরকারের সদিচ্ছার প্রয়োজন। এখানে এই ধরনের কোনও কাজ হচ্ছে না। দক্ষতা বৃদ্ধির জন্য কোনও উদ্যোগ নেই। সিঙ্গল উইন্ডো সারা দুনিয়া, এখানে তা হচ্ছে না।