scorecardresearch
 

"প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখুন", মমতাকে একহাত শুভেন্দুর

"আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারবেন, এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখুন"। খেজুরির সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম (Nandigram) থেকে ভোটে লড়ার ঘোষণাকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, "মাননীয়া রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্থ, উদভ্রান্ত। কোথায় সভা করছেন জানেন না। লিস্ট পড়েছেন দেখে দেখে। কিন্তু শুভেন্দুকে টুকলি করতে হয় না।" এরপরেই শুভেন্দু বলেন, "আমি বিজেপি করি, বিজেপির প্রার্থী মঞ্চে হয় না। তৃণমূলের প্রার্থী মঞ্চে হয়। ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।" 

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • "আপনাকে এক জায়গায় দাড়াতে হবে"
  • "বিজেপি জিতবে ২ লাখ ১৩ হাজারের ভরসায়"
  • মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে মন্তব্য শুভেন্দুর

"আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারবেন, এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটার হেড ছাপিয়ে রাখুন"। খেজুরির সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম (Nandigram) থেকে ভোটে লড়ার ঘোষণাকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, "মাননীয়া রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্থ, উদভ্রান্ত। কোথায় সভা করছেন জানেন না। লিস্ট পড়েছেন দেখে দেখে। কিন্তু শুভেন্দুকে টুকলি করতে হয় না।" এরপরেই শুভেন্দু বলেন, "আমি বিজেপি করি, বিজেপির প্রার্থী মঞ্চে হয় না। তৃণমূলের প্রার্থী মঞ্চে হয়। ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।" 

মমতার উদ্দেশ্যে শুভেন্দু আরও বলেন, "আপনি বলেছেন নন্দীগ্রাম থেকে দাঁড়াবো, ভবানীপুর থেকেও দাঁড়াবো। আপনাকে এক জায়গায় দাঁড়াতে হবে। দু জায়গায় দাঁড়ালে হবে না।" এরপরেই শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, "কাদের ভরসায় দাঁড়াবেন আপনি? ৬২ হাজারের ভোট? বিজেপি ২ লাখ ১৩ হাজারের ভরসায় জিতবে, যাঁরা জয় শ্রীরাম বলেন।" শুভেন্দুর চ্যালঞ্জ, "ওই ৬২ হাজারেও সিঁদ কাটবো।" মমতার সোমবারের সভাকে হায়দরাবাদের আসাদুদ্দিন ওয়েইসির সভা বলেও কটাক্ষ করেন শুভেন্দু। প্রসঙ্গত সোমবারই শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই ভোটে লড়ার কথা বলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিনের সভায় সিঙ্গুরের সঙ্গে তুলনা টেনে নন্দীগ্রাম আন্দোলনের আবেগকে উস্কে দিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, "অষ্টম শ্রেণির বইতে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস আছে, কিন্তু নন্দীগ্রাম নিয়ে একটি লাইনও নেই। নন্দীগ্রামের আন্দোলনকে আপনি স্বীকার করেন না।" একই সঙ্গে যে পুলিশ কর্তার নেতৃত্বে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী তাঁকে ৫ বার এক্সটেনশন দিয়েছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় এবং লকেট চট্টোপাধ্যায়। সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তাঁরাও।  

Advertisement

 

Advertisement