scorecardresearch
 

'আসল ভাইপো তুমিই,' এবার খোলাখুলি অভিষেকের নাম করে আক্রমণ লকেটের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া সুরে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ডায়মন্ডহারবারের দলীয় সভায় অভিষেক বলেছিলেন বিজেপি নেতারা নাম নিয়ে আক্রমণ করতে ভয় পান। এবার সেই প্রসঙ্গ টেনে এনে তাঁকে একহাত নিলেন লকেট।

Advertisement
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি
হাইলাইটস
  • অভিষেককে কটাক্ষ লকেটের
  • ভাইপো ইস্যু টেনে খোঁচা দিলেন তিনি
  • একাধিক ইস্যুতে আক্রমণ লকেটের

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া সুরে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ডায়মন্ডহারবারের দলীয় সভায় অভিষেক বলেছিলেন বিজেপি নেতারা নাম নিয়ে আক্রমণ করতে ভয় পান। এবার সেই প্রসঙ্গ টেনে এনে তাঁকে একহাত নিলেন লকেট।

কী বললেন লকেট

এদিন তিনি বলেন, আসল ভাইপো হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। আমি তার নাম ধরেই বলছি। কি করার এবার করে নিন। ডায়মন্ডহারবারের দলীয় সভা থেকে মহিলাদের উদ্দেশ্যেও অবমানকর মন্তব্য করেছেন অভিষেক। এদিন এমনটাও অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে একহাত নেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও।  তিনি বলেন, ফিরহাদ হাকিম ডায়মন্ডহারবারকে মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। আমরা ক্ষমতায় এসে সেখানে আইনের শাসন আনব।

আরও পড়ুন, '১০ বছর ক্ষমতা ভোগ করে এখন পাল্টিবাজি করেছেন,' তোপ অভিষেকের

বিজেপিকে আক্রমণ অভিষেকের

প্রসঙ্গত দলীয় সভায় কয়েকদিন আগেই অভিষেক বলেন, "কৈলাসের ছেলে আকাশ গুন্ডা, কৈলাস বহিরাগত, দিলীপ ঘোষ গুন্ডা। দিলীপ ঘোষের মতো মানুষ এখন আইনের সাহায্য নেবেন। এটা ভাল কথা। মাঠে লড়াই হোক, কত ধানে কত চাল। এতো ভয় কীসের আমার নাম নিতে পারেন না। এরা খেতে খুব ভালোবাসে। দিল্লিতে তে তো কৃষকরা আন্দোলন করছে। তাদের ঠেঙিয়ে তোমার দিল্লি পুলিশ। তাদের কাছে যাওযার তো সাহস নেই।" দলত্যাগীদের নিশানা করে অভিষেক বলেন, "টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে। ইডি-সিবিআইয়ের ভয়ে বিজেপিতে তোমরা যাচ্ছ। আর বলছ তোলাবাজ ভাইপো হঠাও। যেদিন আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে, আমি ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যু বরণ করব। আমার পিছনে সিবিআই, ইডি, আয়কর দফতর দিতে হবে না। ওদের আমি ভয় পাই না। তৃণমূল থেকে পাল্টি খেয়ে নিজের শিরদাড়া বিক্রি করে পাল্টিবাজ নেতা আমায় আক্রমণ করছে, তোলাবাজ ভাইপো হঠাও। নারদায় তো আপনাদের দেখা গিয়েছে। টাকা নিতে দেখা গিয়েছে। তোলাবাজ তো তুমি। সারদায় তো তোমার নাম রয়েছে। আমি সারদাতেও নেই, নারদাতেও নেই।"

Advertisement

Advertisement