scorecardresearch
 

'TMC প্রচারে এলে জলও দেবেন না', ঝাড়গ্রামে বেফাঁস দিলীপ

বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর মন্তব্য বিতর্ক তৈরি হয়েছে। রবিবার ঝাড়গ্রামের সভায় তিনি বলেন, ভোট প্রচারের কাজে তৃণমূল (TMC) এলে জল দেবেন না। তাঁর অভিযোগ, ভোটের জন্য ফের জঙ্গলমহলে মাওবাদীদের নিয়ে আসছে শাসকদল।

Advertisement
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
হাইলাইটস
  • বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক তৈরি হল
  • ভোট প্রচারের কাজে তৃণমূল এলে জল দেবেন না
  • তাঁর অভিযোগ, ভোটের জন্য ফের জঙ্গলমহলে মাওবাদীদের নিয়ে আসছে শাসকদল

বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)-এর মন্তব্য বিতর্ক তৈরি হয়েছে। রবিবার ঝাড়গ্রামের সভায় তিনি বলেন, ভোট প্রচারের কাজে তৃণমূল (TMC) এলে জল দেবেন না। তাঁর অভিযোগ, ভোটের জন্য ফের জঙ্গলমহলে মাওবাদীদের নিয়ে আসছে শাসকদল।

এদিন ঝাড়গ্রামে দলের এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তৃমূল সরকারকে কড়া আক্রমণ করে তিনি। আর তা করতে গিয়ে লাগামছাড়া হয়ে পড়েন। তাঁর দাবি, তৃণমূল গত সাড়ে বছরে কিছুই করেনি। তাই তারা ভোট চাইতে এলে তৃণমূলকে এক গ্লাস জলও দেবেন না। ২০ মে-র পর কোথাও তৃণমূল থাকবে না।

তিনি বলেন, ছত্রধর মাহাতোর জন্য আমাদের বাড়ির ছেলেরা মারা গিয়েছে, এখন তিনি তৃণমূলে। ভোট জিততে মাওবাদীদের নিয়ে আসছে। ভয় দেখিয়ে ভোটে জিতবে ভাবলে ভুল করছে।

তিনি বলেন, যাঁরা টাকা নিয়েছিল চাকরির দেবে বলে, তাদের কলার ধরে বলুন টাকা কোথায়। বিজেপি শাসনক্ষমতায় এলে এক মাসের মধ্যে মিথ্যে রাজনৈতিক মামলা তুলে নেব।

ভোট অবাধ হবে বলে আশ্বাস তাঁর। তিনি বলেন, রাজ্য় পুলিশকে বুথ থেকে ১০০ মিটার দূরে বসিয়ে দেব। তারা ওখানে খৈনি খাবে, দাদার পুলিশ, দিদির ভাইরা আশেপাশে থাকলে বলে দেবেন, চুপ করে থাকুন। ভোটও দিতে পারবি না, হাসপাতালে যেতে হবে।

তাঁর অভিযোগ, তৃণমূল সমাজের মধ্য়ে ঝগড়া বাধিয়েছে। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে আসেন, কলকাতায় ফিরে গিয়ে বলে, জঙ্গলমহল হাসছে। আমরা দেখতে পাই না। কংগ্রেস-সিপিমের শোষণ, মাওবাদীদে আক্রমণ, এই করে ৫০ বছর হতে গেল। এখানকার ছেলেমেয়েদের ব্যবসা করার, ভোট, মিছিল করার অধিকার নেই। 

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহলে অশান্তি চাই না। কাঠ লুঠ হয়ে চলে যাচ্ছে। পঞ্চায়েতে পরিবর্তন, লোকসভায় সব জিতেছি। মানুষ আমাদের ওপর বিশ্বাস করেছেন।

Advertisement

তাঁর প্রতিশ্রিতি, বিজেপি সরকার হলে জঙ্গলমহলে পরিবর্তন হবে। এখানকার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। যাতে বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে না হয়, তাই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতির পরিবর্তন চাই। মানুষ বিশ্বাস করেন। 

তৃণমূলকে তাঁর কটাক্ষ, পরিবর্তন বলতে দিদি থেকে পিসি হয়ে গিয়েছেন। ভাইপোর পরিবর্তন হয়েছে। ভাইরা টিনের বাড়ি দোতলা

তিনি আরও দাবি করেন, সারা ভারতে ৯ কোটি কৃষক ১৪ হাজার টাকা করে পেয়েছেন। রাজ্যের ৭৩ লক্ষ কৃষক সেই টাকা পেতেন। রাজ্যের দোষে পাননি। চিকিৎসায় ৫ লক্ষ টাকা থেকে বঞ্চিত করেছেন।

Advertisement