ভোটের দিন ঘোষণার পরেই জোরকদমে নেমে পড়েছে সব শিবির। প্রথম ও দ্বিতীয় দফায় যেসব এলাকায় ভোট হচ্ছে সেখানে মনোনয়ন জমা দেওয়াও চলছে। আর এই আবহে ক্রমেই গরম হচ্ছে ভোটের হাওয়া। রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। আর এর মাঝেই মালদার মোথাবাড়িতে এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেল। আক্রান্ত বিজেপি কর্মীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে ওই বিজেপি কর্মর নাম উদয় মণ্ডল। কৃষিজমিতে কাজ করছিল সে। সেই সময় দুষ্কতীকা তাঁরে ঘিরে ধরে গুলি চালায়। উদয়ের বাঁ পায়ে গুলি লাগে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকেয যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির।
এদিকে ভোটের আগে বিজেপি কর্মীর এভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কেও রয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত সোমবারই মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ ১৪ জন সদস্য যোগ দেন বিজেপিতে। এরফলে মালদা জেলা পরিষদের দখল এখন বিজেপির হাতে বলেই দাবি করছেন শুভেন্দু অধিকারী। এই আবহে জেলার বিজেপি কর্মীর ওপর হামলা তাই নতুন মাত্রা যোগ করেছে।
ভোট ময়দানে আগেও গুলিবিদ্ধ বিজেপি কর্মী
ভোটের দিন ঘোষণার পর রাজ্যের নানা প্রান্ত থেকে বিরোধীদের ওপর হামলার খবর আসছে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে হরিণঘাটায় গুলিবিদ্ধ হন এক বিজেপি কর্মী। জানা যায়, শনিবার রাতে ব্রিগেডের প্রচারের কাজ সেরে ফিরছিলেন তিনি। তখনই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতিরা। তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির।