scorecardresearch
 

West Bengal Election 2021 : প্রচারে নেমেই বিক্ষোভের মুখে সৌরভ চক্রবর্তী! আলিপুরদুয়ারে গাড়ি আটকে স্লোগান

আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সহ-সভাপতি মনোরঞ্জন দের অনুগামীরা এই বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই ১ নম্বর ব্লকের সভাপতি মনোরঞ্জন দের অনুগামী এবং মনোরঞ্জন দে তৃণমূলের টিকিট পাওয়ার আশায় ছিলেন।

Advertisement
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বলে অভিযোগ উঠেছে। ছবি: অসীম দত্ত আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বলে অভিযোগ উঠেছে। ছবি: অসীম দত্ত
হাইলাইটস
  • প্রচারের প্রথম দিনেই দলের কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী
  • তাঁর গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়
  • আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের চরম বিক্ষোভের মুখে পড়লেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী

অসীম দত্ত

প্রচারের প্রথম দিনেই দলের কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। তাঁর গাড়ি আটকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। শনিবার আলিপুরদুয়ারের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তৃণমূল কর্মীদের চরম বিক্ষোভের মুখে পড়লেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী।  তৃণমূল প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান ১ নম্বর ব্লকের তৃণমূলের কর্মীরা। 

আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সহ-সভাপতি মনোরঞ্জন দের অনুগামীরা এই বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই ১ নম্বর ব্লকের সভাপতি মনোরঞ্জন দের অনুগামী এবং মনোরঞ্জন দে তৃণমূলের টিকিট পাওয়ার আশায় ছিলেন।

তবে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই হতাশ হয়ে পড়ে মনোরঞ্জন দের শিবির। শনিবার আলিপুরদুয়ার কালী মন্দিরে পুজো দিয়েই তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী এক নম্বর ব্লকে প্রচারে যান।

এদিন দুপুরে সৌরভ চক্রবর্তী ১ নম্বর ব্লকের মনোরঞ্জন দের বাড়িতে পৌঁছতেই বিক্ষোভ শুরু করে দেন মনোরঞ্জন দের অনুগামীরা।

মনোরঞ্জন দের সামনেই প্রার্থীর গাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে মনোরঞ্জন দের অনুগামিরা। যদিও প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় মনোরঞ্জন দে তার অনুগামীদের শান্ত করেননি বলে জানা গিয়েছে।

বিক্ষোভ প্রসঙ্গে এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মনোরঞ্জন দে সংবাদ মাধ্যেমে কোনও প্রতিক্রিয়া দেননি। এদিন মনোরঞ্জন দের অনুগামীরা তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীকে দেখতে পেয়েই বিক্ষোভ শুরু করে দেন।

বিক্ষুদ্ধ তৃণমূল কর্মীরা স্লোগান দিতে থাকেন, এই প্রার্থী মানছি না, মানবো না। মনোরঞ্জন দে-কে প্রার্থী করার দাবিতে বিক্ষুব্ধরা স্লোগান দিতে থাকেন।

মনোরঞ্জন দের অনুগামীরা দাবি করেন, আমরা প্রার্থী হিসেবে মনোরঞ্জন দে-কে চাই। দলের নেত্রীর কাছে অনুরোধ করব, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোরঞ্জন দের নাম প্রস্তাব করা হোক।

Advertisement

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী বলেন বিক্ষোভের কথা অস্বীকার করেন। তাঁর দাবি, কোনও বিক্ষোভ হয়নি। আমি মনোরঞ্জন দের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এক ঘন্টার মতো বৈঠক হয়েছে। তবে এদিন কোনও বিক্ষোভ হয়নি। 

আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন প্রতিক্রিয়া দেননি।

 

Advertisement