scorecardresearch
 

বিজেপিতে যোগ দিয়েই মণীশের প্রতি শ্রদ্ধা, টিটাগড়ে স্বাগত শীলভদ্রকে

বিজেপিতে (BJP) যোগ দিয়েই নিহত মণীশ শুক্লার (Manish Shukla) প্রতি শ্রদ্ধা জানালেন শীলভদ্র দত্ত (Silbhadra Dutta)। শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের (Amit Shah) হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন শীলভদ্র। এরপর সভা সেরে রাতে সোজা পৌঁছে যান উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সেখানেই নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রসঙ্গত গত ৪ অক্টোবর টিটাগড় থানার সামনেই গুলি করে খুন করা হয় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মণীশ শুক্লাকে। 

Advertisement
নিহত মণীশকে শ্রদ্ধা শীলভদ্রর নিহত মণীশকে শ্রদ্ধা শীলভদ্রর
হাইলাইটস
  • শীলভদ্রকে স্বাগত বিজেপি কর্মীদের
  • দেওয়া হল পুষ্পস্তবক ও উত্তরীয়
  • টিটাগড়ে নিহত মণীশ শুক্লাকে শ্রদ্ধা শীলভদ্রর

বিজেপিতে (BJP) যোগ দিয়েই নিহত মণীশ শুক্লার (Manish Shukla) প্রতি শ্রদ্ধা জানালেন শীলভদ্র দত্ত (Silbhadra Dutta)। শনিবার মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের (Amit Shah) হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন শীলভদ্র। এরপর সভা সেরে রাতে সোজা পৌঁছে যান উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। সেখানেই নিহত বিজেপি নেতা মণীশ শুক্লার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রসঙ্গত গত ৪ অক্টোবর টিটাগড় থানার সামনেই গুলি করে খুন করা হয় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মণীশ শুক্লাকে। 

এদিন টিটাগড়ে শীলভদ্রকে স্বাগত জানাত উপস্থিত ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক। পুষ্প স্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে শীলভদ্র দত্তকে বরণ করে নেন তাঁরা। এরপর নিহত নেতাকে শ্রদ্ধা জানান শিলভদ্র। এদিন শীলভদ্র বলেন, নতুন দলে এসে ভালো লাগছে। যেভাবে মানুষ আমাকে স্বাগত জানিয়েছেন সেটাও খুব ভালো লাগছে। তাঁর দাবি, আগামী বছর ক্ষমতায় আসবে বিজেপি। আর বিজেপি ক্ষমতায় এলে মণীশ শুক্লার খুনে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার কথাও বলেন শীলভদ্র। 

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে শীলভদ্রর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। নাম না করে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খোলেন তিনি। এমনকি পিকের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করলেও সমস্যার সমাধান হয়নি। অবশেষ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার মেদিনপুরের কলেজ ময়দানে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেন শীলভদ্র। আর শুধু শীলভদ্রই নয়, এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীও। এছাড়া আরও একঝাঁক নেতানেত্রী এদিন যোদ দেন বিজেপিতে। এখন দেখার শীলভদ্র বিজেপিতে যোগ দেওয়ার পর কোন দিকে মোড় নেয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। 

Advertisement


 

Advertisement