scorecardresearch
 

১৭-য় রাজ্যে আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন

চলতি মাসের ১৭ তারিখে রাজ্য আসছেন উপ-নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন (Sudip Jain)। দুদিনের সফরে আসছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দায়িত্বে (In-charge of West Bengal) রয়েছেন তিনি।

Advertisement
১৭ ডিসেম্বর রাজ্য আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন (প্রতীকি ছবি) ১৭ ডিসেম্বর রাজ্য আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • ১৭ তারিখে রাজ্য আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন
  • দুদিনের সফর তাঁর
  • উত্তরবঙ্গ যেতে পারেন

চলতি মাসের ১৭ তারিখে রাজ্য আসছেন উপ-নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন (Sudip Jain)। দুদিনের সফরে আসছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের দায়িত্বে (In-charge of West Bengal) রয়েছেন তিনি।

জানা গিয়েছে, কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় তিনি যাবেন। রাজ্যে তাঁর এই দুদিনের সফরের সময় তিনি উত্তরবঙ্গও যাবেন।

যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অফিসের কর্মকর্তারা এই সফরটিকে একটি নিত্যনৈমিত্তিক সফর হিসেবে অভিহিত করছেন। তবে সূত্র জানিয়েছে, পরের মাসের প্রথম দিকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ (ফুল বেঞ্চ) রাজ্যে আসতে পারে। তাঁরা বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি দেখতে আসবেন। এবং বিধানসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার তালিকা তৈরির কাজ কতদূর এগিয়েছে, সে ব্য়াপারে তিনি খোঁজ নিতে পারেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলতে পারেন।

সিইও অফিসের এক আধিকারিক জানিয়েছেন, এই নির্বাচন অন্যান্য নির্বাচনের মতো হবে না। এবং তা এমন ভাবে করা প্রয়োজন যাতে নির্বাচনের সময় মানুষের কোনও সমস্যায় না পড়েন।
করোনা সংক্রমণের কারণে বেশ কিছু বদল আনা হতে পারে নির্বাচনে। রাজ্যের ২৫ শতাংশ বুথ বাড়ানো হবে। তাই ভোটকেন্দ্রকে নতুন করে সাজানোর কাজ করতে হবে।

১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ভোটার তালিকায় নাম তোলার কাজও চলছে। এবং কমিশন চূড়ান্ত ভোটারদের তালিকা ১৫ জানুয়ারিতে প্রকাশ করবে। এরই মধ্যে বিরোধীরা অভিযোগ করেছে, খসড়া তালিকা তৈরির জন্য বুথ স্তরের আধিকারিকরা বুথগুলিতে থাকছেন না। তাঁরা নিষ্ক্রিয় হয়ে থাকছেন। ফলে অনেক মানুষের সমস্য়া হচ্ছে। সুদীপ জৈন এই বিষয়টিও খতিয়ে দেখবেন বলে মনে করা হচ্ছে।

বিরোধীরা তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করে সরাসরি অভিযোগ জানাবেন। সিপিআইএম অভিযোগ করেছেন, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেগুলি বাদ দিতে হবে। শাসকদল এই সব কাজে যুক্ত। ভুয়ো ভোটার বাদ দেওয়ার দাবি শুক্রবার তারা মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অফিসের বাইরে বিক্ষোভ দেখান।

Advertisement

Advertisement