scorecardresearch
 

West Bengal Election 2021: গলসির BJP প্রার্থীর বাড়িতে ইট, অভিযোগ TMC-র বিরুদ্ধে

গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের (Bikash Biswas) বাড়ি লক্ষ্য করে ইট মারে কেউ বা কারা। ইটের আঘাত ভেঙে যায় জানলার কাঁচ। বাড়িতে ইট মারার ঘটনায় রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রার্থী বিকাশ বিশ্বাস। এমনকী এর আগে প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়িতেও ইট মারা হয় বলে অভিযোগ করেন তিনি। 

Advertisement
বিকাশ বিশ্বাস বিকাশ বিশ্বাস
হাইলাইটস
  • বিজেপি প্রার্থীর বাড়িতে ইট
  • কাঠগড়ায় তৃণমূলের দুষ্কৃতী
  • পুলিশে অভিযোগ দায়ের

গলসির (Galsi) বিজেপির (BJP) প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ইট। ভাঙল বাড়ির কাঁচ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর গুরুনানক এলাকায়। ঘটনায় অভিযোগ তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে প্রার্থীর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের (Bikash Biswas) বাড়ি লক্ষ্য করে ইট মারে কেউ বা কারা। ইটের আঘাত ভেঙে যায় জানলার কাঁচ। বাড়িতে ইট মারার ঘটনায় রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রার্থী বিকাশ বিশ্বাস। এমনকী এর আগে প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়িতেও ইট মারা হয় বলে অভিযোগ করেন তিনি। 

প্রার্থী বিকাশ বিশ্বাস জানাচ্ছেন, 'দুষ্কৃতীরা ইট মারে। কাঁচে ইট লাগায় সেটা ভেঙে যায়। কদিন আগে প্রচারে যাওয়ার সময়েও গাড়িতে ইট মারে। এটা তৃণমূলের দুষ্কৃতীদেরই কাজ। ওদের পায়ের তলায় মাটি নেই। তাই এখন ভয় দেখাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের সময়েও হামলা করেছিল। অত্যাচারের চরম সীমায় চলে গিয়েছে। হীরক রাজার দেশে বাস করছি। স্বচ্ছ নির্বাচন হলে এরা কখনোই ক্ষমতায় আসবে না। ওরা কাপুরুষ, তাই পিছন থেকে হামলা করেছে। সাহস থাকলে সামনে আসত।' 

এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত আগামিকাল বৃহস্পতিবার ষষ্ঠদফার নির্বাচনে ভোটগ্রহণ হবে গলসি বিধানসভা কেন্দ্রে। 

 

Advertisement