অনুপ্রবেশ এবং সীমান্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Anbhishek Banerjee)। বৃহস্পতিবার ঠাকুরনগরের সভায় তিনি অভিযোগ করেন, অরুণাচল প্রদেশে জনবসতি তৈরি করেছে চীন। ৫৬ ইঞ্চির ছাতি ৫ ইঞ্চি হয়ে গিয়েছে!
এদিন তাঁর আরও অভিযোগ, ঘুসপেটিয়া নিকালেঙ্গে! ওদিকে অরুণাচল প্রদেশে কী হচ্ছে। জনবসিত তৈরি করেছে চীন। ৫৬ ইঞ্চির ছাতি ৫ ইঞ্চি হয়ে গিয়েছে! যে ভারত দখলের দুঃসাহস দেখাবে তাকে কড়ায়গণ্ডায়, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
তাঁর আরও দাবি, অরুণাচলের গ্রামের পর গ্রাম দখল করেছে চীন। অরুণাচল যাও, চীনকে বের করো। পাকিস্তান, বাংলাদেশ, চীন যে ভারত দখলের চেষ্টা করবেন, তাদের মুখের ওপর জবাব দিতে হবে। গালোয়ান দখল করেছে। অমিত শাহ এখানে এসে বলছেন ঘুসপেটিয়া নিকালেঙ্গে। বলুন জবাব দেওয়া উচিৎ কি উচিৎ নয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Anbhishek Banerjee) বলেন, সোনার বাংলা গড়ব! আমরা জয় বাংলা বললে বলছে বাংলেদেশি। সুনার বাংলা! অমিত শাহকে প্রশ্ন করতে চাই। তুমি বাবা সোনার গুজরাট, উত্তরপ্রদেশে গড়তে পারনি কেন।
তিনি আরও বলেন, এখন তারা জয় সীয়ারাম বলা শুরু করে দিয়েছি। আমি বলেছিলাম জয় শ্রীরাম না, জয় সীয়ারাম বলাবো। আগামী জয় হরিচাঁদ-গুরুচাঁদ দিয়ে সভা শুরু করতে হবে। জোর করে রীতিনীতি চাপিয়ে দেওয়া চলবে না। সভা বাতিল করার চেষ্টা করা হয়েছিল।
তিনি বলেন, আমি বাংলার ভূমিপুত্র। আগামীদিন ২৫০-র বেশি আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসছে। আমি বাংলার ভূমিপুত্র, বহিরগত নই। মতুয়ারা অবৈধ হলে নরেন্দ্র মোদী অবৈধ।
তাঁর অভিযোগ, এমনিতে চমকানি ধমকানি তো ওদের আছেই। এই যে ভাবছে আমাকে চমকে দেব। সিবিআইকে লেলিয়ে দিয়েছে। তিন মাস আগে যা বলেছি,এখনও তাই বলব। আপনার জেদের দ্বিগুণ জেদ আমার। যা পারবেন লাগিয়ে দিন।
তাঁর হুঁশিয়ারি, সিবিআইকে লেলিয়ে দিয়ে চমকাবেন না। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এসএফআইও লাগিয়ে দিন। গলা কেটে দিলেও কাটা গলা থেকে জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে
তিনি বলেন, যতদিন মমতা আছেন, কেউ আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবেন না। আসমে দেখেছেন তো কী হয়েছে। আগামীদিন বাংলার স্বার্থে লড়াই করবেন, মমতার হাত শক্ত করবেন, বাংলাকে জেতাবেন। বাংলা নিজের মেয়েকেই চায়।