বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুমুল সমালোচনা করেন। বৃহস্পতিবার সব অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আইনশৃঙ্খলায় রাজ্যে দেশে সেরা। সেইসঙ্গে তিনি বিজেপি শাসিত উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিন মমতা মালদা থেকে কলকাতায় ফিরছিলেন। তখন তাঁর কাছ থেকে অমিত শাহর অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। অমিত শাহ রাজ্যে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে কোনও রাজনৈতিক দল আসবে প্রোগ্রামে। এটা নিয়ে প্রত্যেকের অধিকার আছে আসার। আমি এটা নিয়ে কোন মন্তব্য কবর না।
বিজেপি শাসিত উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, পুলিশ, সাংবাদিক সবাই খুন হচ্ছে৷ পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা সবার থেকে ভাল। মুর্শিদাবাদ জেলাতে তো খুনোখুনি, বোমাবাজি এটা একটা ফ্যাক্টার হয়ে গিয়েছিল এক সময়৷ কিন্তু আস্তে আস্তে মানুষও বুঝছে প্রশাসনও সক্রিয় হচ্ছে। বিজেপির রথ নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী।
মালদা সফর শেষ করে কলকাতা যাবার পথে হেলিকপ্টারে তেল ভরার জন্য ৩০ মিনিটের জন্য বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে নামে হেলিকপ্টার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপ্টার থেকে নেমে হেলিপ্যাডের পাশে অস্থায়ী মঞ্চে জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এদিন অমিত শাহ রাজ্য়কে চ্যালেঞ্জ করেছেন। বলেন, মানুষকে ভোট দিতে দেবেন না? বিজেপিকে আটকে দেবেন? ভোটের দিন মানুষকে সমস্যায় ফেলবেন? 'মাই কা লাল'এর হিম্মত নেই ভোটে প্রভাব ফেলবে। আপনারা বাড়ি বড়ি গিয়ে পরিবর্তনের স্লোগান তুলুন।
রাজ্যকে বিধেঁ তিনি বলেন, রাজ্যের অসহযোগিতার জন্য কৃষকেরা টাকা পাচ্ছেন না। কৃষকেরা টাকা পেলে সবাই মোদীকে ভোট দেবেন? আরে দিদি, মোদী আপনাকে অনুপ্রবেশ ইস্যুতেই সরিয়ে দেবেন।
তাঁর অভিযোগ, গুন্ডা দিয়ে ভোট করবেন মমতা। গুন্ডাপ্রমুখের সঙ্গে বিজেপির পার্টিপ্রমুখ লড়াই করবেন। দিদির ভোটে জেতার জন্য আপনাদের দরকার নেই। তাঁর গুন্ডা রয়েছে।