scorecardresearch
 

India Today Conclave East 2022 Mahua Moitra : 'শক্তিশালী নেতা মানে ৫৬ ইঞ্চি ছাতি বাজানো না!' মোদীকে খোঁচা মহুয়ার

India Today Conclave East 2022 Mahua Moitra: শক্তিশালী নেতা মানে ৫৬ ইঞ্চি বুকের ছাতি বাজাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্য়ালিন, নবীন পটনায়েকও শক্তিশালী নেতা। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২ অনুষ্ঠানে এ কথা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
হাইলাইটস
  • শক্তিশালী নেতা মানে ৫৬ ইঞ্চি বুকের ছাতি বাজাতে হবে না
  • মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্য়ালিন, নবীন পটনায়েকও শক্তিশালী নেতা
  • মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২ অনুষ্ঠানে এ কথা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

India Today Conclave East 2022 Mahua Moitra : শক্তিশালী নেতা মানে ৫৬ ইঞ্চি বুকের ছাতি বাজাতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্য়ালিন, নবীন পটনায়েকও শক্তিশালী নেতা। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২ অনুষ্ঠানে এ কথা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কারও নাম না করলেও মনে করা হচ্ছে তাঁর আক্রমণের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী নেত্রী। স্ট্য়ালিন, পটনায়েকও শক্তিশালী নেতা। শক্তিশালী নেতা মানে ৫৬ ইঞ্চি ছাতি বাজাতে হবে না। আর রোজ তা দেখিয়ে বলতে হবে আমি মহান, আমি মহান, আমি মহান। দেখানোর দরকার নেই আর বলার দরকার নেই অমৃতকাল। এটা একটা মিথ। 

তিনি বলেন, কোনও শক্তিশালী নেতা না থাকলে ২ মাস থেকে, কোটি টাকা খরচ করে ৭৭টা সিট পেয়েছে। আমরা শক্তিশালী নই, তেমন নয়। হাজার কোটি টাকা খরচ করেও কিছু করতে পারেননি। 

মহুয়া বলেন, মমতা প্রথম যিনি হাত তুলে বলেছেন আমি নেতা হতে চাই না। তিনি প্রথম দিন থেকেই বলেছেন। যে বৈঠক হয়েছে, সেখানেও তাই বলেছেন। বিরোধী ঐক্যের কথা বলেছেন। তিনি খুব সাফ ভাবে বলেছেন তিনি অন্য কাউনকে মেনে নিতে আপত্তি নন। নেতৃত্ব ব্যাপার নয়। 

এদিন তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই সরকার নিজের শক্তি শুধু ভোটে দেখাতে চায় না, মানুষের মনের ভেতরে ভয় ঢোকাতে চায়। থানায় ডেকে ভয় দেখায়। পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাই বেশিরভাগ মানুষ ভয়ে তাদের কথা শোনে। 

আরও পড়ুন: চরক-শপথে তুমুল বিতর্ক, ভুল স্বীকার কলকাতা মেডিক্যাল কলেজের

আরও পড়ুন: আইটিআর ফাইলের শেষ সুযোগ, জেনে নিন তারিখ

আরও পড়ুন: SIT মানছি না, তদন্তকারীদের সামনেই প্রত্যাখ্যান অনিসের বাবার

Advertisement

তিনি বলেন, আমার কোনও সমস্যা হলে মুখ্যমন্ত্রীকে ফোন করব না তো। পুলিশকে করব। বিজেপি সেটার দখল নিতে চায়। আমাদের সমালোচনা করার যোগ্যতা রয়েছে। তবে কাউকে খারাপ কথা বলা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বাদ দেওয়াও যেতে পারে। তিনি বলেন, কোনটা আইনের বিরুদ্ধে, সেটা দেখা দরকার। 

মহুয়া মৈত্র বলেন, গত ৩ বছরে সাংবিধানিক অধিকার দেরি করা হচ্ছে। জনস্বার্থ মামলা করা হচ্ছে। তা করতে মানা করা হচ্ছে। বলা হচ্ছে, বেশ পিআইএল করা হচ্ছে। আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে। 

মহুয়া মৈত্র বলেন, মহারাষ্ট্র শিন্ডে বলেছেন, মোদী আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পাশে রয়েছেন। অমিত শাহ, দেবেন্দ্র ফড়নবীশও। এর মানে কী? 

 

Advertisement