চুমু ভালোবাসার বহিঃপ্রকাশ। দুই মানুষের মানসিক এবং শারীরিক বন্ধন বোঝানোর জন্য সবচেয়ে ভালো উপায় চুমু। আজ আন্তর্জাতিক চুমু দিবসে (International Kissing Day) জেনে নিন চুমুর মাধ্যমে শরীরে বাসা বাঁধতে পারে কিছু কঠিন ব্যারাম। জেনে নিন সে সমস্ত সেক্সুয়াল ট্রান্সিটেড সংক্রমণ সম্পর্কে (STI).
হার্পিস - একটি সংক্রামক রোগ। একে অপরের সঙ্গে শারীরিক ছোঁয়ায় এই রোগ ত্বকের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। এটা দু রকমের হয়। প্রথমটি HSV-1 যাকে ওরাল হার্পিস-ও বলা হয়। এর লক্ষণ মুখে এবং যৌণাঙ্গে সাদা অথবা লাল র্যাশ বার হওয়া। মাঝে মাঝে রক্তও বার হতে পারে। প্রধানত চুমু থেকে ছড়ায়। তা ছাড়া সরাসরি ছওঁয়া বা একই পাত্রে খাওয়া থেকে ছড়াতে পারে।
এর দ্বিতীয় প্রকার হল HSV-2 যাকে জেনিটাল হার্পিস-ও বলা হয়। মূলত যৌণ সম্পর্কের মাধ্যমে এই রোগ ছড়ায়। তবে চুমুর মাধ্যমে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। এর লক্ষ্মণও ওরাল হার্পিসের মতো হয়। একবার হলে সহজে যায় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ভাইরাল ওষুধ প্রয়োগ করতে হয়।
সাইটোমেগালোভাইরাস - সাইটোমেগালোভাইরাস বা CMV এমন একটি সংক্রমণ যা লালার সম্পর্কে আসা থেকে হতে পারে। এ ছাড়া রক্ত, সিমেন এবং ব্রেস্ট মারফতও ছড়াতে পারে। এটা সাধারণত ওরাল এবং যৌণাঙ্গের সম্পর্কের ফলে ছড়ায়।
সাইটোমেগালোভাইরাস-এর লক্ষণ - ক্লান্তি, গলা খুসখুস করা, জব্র, গায়ে ব্যথা এর প্রধান লক্ষণ। যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হয় সে ক্ষেত্রে এই রোগ পুরোপুরি সারানো খুব কষ্টসাধ্য।
সিফলিস - সাধারণত চুমু থেকে এটা ছড়ায় না। ওরাল বা সরাসরি যৌণ সম্পর্কে থেকে রোগটি ছড়ায়। এটি হওয়ার ফলে মুখে ঘা হয়ে যায়। তখন চুমুর মাধ্যমেও ছড়িয়ে পড়ে। সময়ে চিকিৎসা না করালে সমস্যা খুব গম্ভীর হতে পারে।
সিফলিসের লক্ষণ - জ্বর, মাথা ব্যথা, গলায় ব্যথা, চুল পড়ে যাওয়া, ক্লান্তি, শরীরে নানা রকম দাগ, ফোঁড়া এবং ঘা, দৃষ্টিশক্তি কমজোর হওয়া, মানসিক রোগ, ব্রেন ড্যামেজ এবং স্মৃতিশক্তি কমজোর হওয়া এর প্রধান লক্ষণ। অ্যান্টি বায়োটিকের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়।
সঙ্গীর সঙ্গে কী ভাবে কথা বলবেন - যৌণরোগ এমন একটি বিষয় যা নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু সঙ্গীর সঙ্গে এ বিষয়ে কথা বলা একান্ত প্রয়োজন। নিজের প্রতি এবং সঙ্গীর প্রতি সততা বজায় রেখে এ বিষয়ে আলোচনা করা উচিত। যদি আপনার কোনও রকম যৌণরোগ থাকে সে ক্ষেত্রে তা সঙ্গীর জানা একান্ত জরুরি।