scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Darjeeling Hills Weather: ফালুটে মাইনাস ২ ডিগ্রি, দার্জিলিং-সহ ৩ জেলায় কত?

গরমের দার্জিলিং
  • 1/10

Darjeeling Hills Weather: গরমে ধুঁকছে বাংলা। বিশেষ করে পশ্চিবঙ্গের দক্ষিণ অংশ তাপপ্রবাহে কাতর। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর উল্টো চিত্র রাজ্য়েরই উত্তর অংশে। 

গরমের দার্জিলিং
  • 2/10

দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও লাগোয়া সমতলে এখন দারুণ আরামদায়ক আবহাওয়া। গরম তো নেইই, কোথাও কোথায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যাচ্ছে।

গরমের দার্জিলিং
  • 3/10

দার্জিলিং জেলাতেই রয়েছে রাজ্যের শীতলতম জায়গা। যেখানকার তাপমাত্রা শুনলে চমকে যেতে পারেন, রাতে তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে।

Advertisement
গরমের দার্জিলিং
  • 4/10

সান্দাকফু আর ফালুটে এপ্রিলের শেষের দিকেও দিনের তাপমাত্রা রয়েছে ৫ থেকে ৭ ডিগ্রির মধ্য়ে। রাতে তা মাইনাসে চলে যাচ্ছে। ঠান্ডায় কাঁপছে এলাকা।

গরমের দার্জিলিং
  • 5/10

শুধু এই দুই জায়গাই কেন, এই জেলা ও আরেক পাহাড়ি জেলা কালিম্পংয়ের আশপাশের জায়গাগুলি এখনও দারুণ আরামদায়ক। 

গরমের দার্জিলিং
  • 6/10

বৃহস্পতিবার দার্জিলিং ১৮, কার্শিয়াং ২১, কালিম্পং ২৪, মিরিক ২৬, সান্দাকফু ১৫, ফালুট ৫ (-২), শিলিগুড়ি ৩২, রোহিনী ২৮, পাঙ্খাবাড়ি ২৭, ঘুম ২৪, জোরবাংলো ২৩ ডিগ্রি রয়েছে। ফলে এই  যে কোনও জায়গাতেই আপনি দিব্যি গরমের ছুটি কাটাতে পারেন।

গরমের দার্জিলিং
  • 7/10

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয়ট্রেনের কু ঝিকঝিক মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা(kanchenjunga)। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista), রবীন্দ্রনাথ সহ বহু মনীষীর স্মৃতি।
 

Advertisement
গরমের দার্জিলিং
  • 8/10

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 

গরমের দার্জিলিং
  • 9/10

দার্জিলিংয়ের মূল আকর্ষণ বিশেষ করে সন্ধ্য়ার পর হল দার্জিলিং মল। কেউ বলেন ম্যাল। চার রাস্তার মিলন ক্ষেত্র। বিনোদনের কেন্দ্র। কেনাকাটার স্বর্গরাজ্য । দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে এটি একটি। এখানে পর্যটকরা ঘোড়ায় চড়ে ঘোরেন। সারা দিন সাইট সিন করে সন্ধ্যায় এখানে এসে কফি-চায়ে চুমুক দেওয়ার আলাদাই আনন্দ রয়েছে।

গরমের দার্জিলিং
  • 10/10

দার্জিলিং পাহাড়ে দেখার জায়গা কম নেই। টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে। ফলে জমজমাট পাহাড়।

Advertisement