টানা দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করলেও হারতে হল হার্দিক পান্ডিয়ার দলকে। শুরুতে ব্যাট করে রেকর্ড ২৭৭ রান করে হায়দরাবাদ। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করে মুম্বই। ৩১ রানে ম্যাচ জেতে হায়দরাবাদ।
শুরু থেকেই বড় রানের দিকে এগোতে থাকে হায়দরাবাদ। মায়াঙ্ক আগরওয়াল ১১ রান করে আউট হলেও, ট্রাভিস হেড করেন ৬২ রান। তাও আবার মাত্র ২৪ বলে। ৯টা চার ও তিনটে ছক্কা ছিল তাঁর ইনিংসে। ২৩ বলে ৬৩ রান করা অভিষেক শর্মাও দারুণ ব্যাটিং করেন তাঁর সঙ্গে। এদিন রণনীতি বদল করে কোয়েনা মাফাকাকে প্রথম ওভার করতে দেন হার্দিক। সাধারণ ভাবে তিনিই বোলিং ওপেন করেন। তবে এই চমক কাজে আসেনি।
কাজে আসেনি ফর্মে থাকা হেরিখ ক্লাসেনের জন্য জসপ্রীত বুমরাকে কম ওভার করানোর কৌশলও। এর জেরেই হারতে হল মুম্বইকে। মাত্র ৩৪ বলে ৮০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লাসেন। সাতটা ছক্কা আর চারটে চারে সাজানো তাঁর ইনিংস। ২৮ বলে ৪২ রান করে অপরাজিত এডেন মার্করামও।
জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করে মুম্বই। রোহিত শর্মা দ্বিতীয় বল থেকেই মারতে থাকেন। ঈশান কিশানও যোগ দেন। তবে উইকেটকিপার ওপেনারকে আউট করেন বাংলার শাহবাজ আহমেদ। রোহিত শর্মার উইকেট তুলে নেন ক্যাপ্টেন প্যাট কামিন্স। তাও হাল ছাড়েনি মুম্বই। তিলক ভর্মা ৩৪ বলে ৬৪ রান করেন। টিম ডেভিড ২২ বলে ৪২।