scorecardresearch
 

Karim Bencherifa Exclusive: কীভাবে মরক্কো হয়ে উঠল বিশ্বমানের দল? রহস্য ফাঁস করলেন করিম

স্বপ্নের এই দৌড়ের শুরু কোথা থেকে? কীভাবে মরক্কো গোটা বিশ্বকে চমকে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। মোহনবাগানের প্রাক্তন কোচও একটা সময় মরক্কোর অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব সামলেছেন। বলা ভাল যখন থেকে মরক্কো ফুটবলে নিজেদের শক্তি বাড়াচ্ছে তখন থেকেই মরক্কোর যুব দলের দায়িত্ব সামলেছেন করিম।

Advertisement
করিম বেঞ্জারিফা করিম বেঞ্জারিফা
হাইলাইটস
  • সেমি ফাইনালে মরক্কো
  • সাফল্যের রহস্য ফাঁস করলেন করিম

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) চমক দিচ্ছেন মরক্কোর (Morocco) ফুটবলাররা। একে একে স্পেন (Spain), কানাডা (Canada), বেলজিয়াম (Belgium) আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে (Portugal) হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছেন হাকিম জিয়েস, ইয়াসিন বোনোরা। শেষ চারে প্রতিপক্ষ ফ্রান্স (France vs Morocco)। সেই ম্যাচের আগে আজতক বাংলার সঙ্গে কথা বললেন মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্জারিফা (Karim Bencherifa)। 

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

স্বপ্নের এই দৌড়ের শুরু কোথা থেকে? কীভাবে মরক্কো গোটা বিশ্বকে চমকে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। মোহনবাগানের প্রাক্তন কোচও একটা সময় মরক্কোর অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব সামলেছেন। বলা ভাল যখন থেকে মরক্কো ফুটবলে নিজেদের শক্তি বাড়াচ্ছে তখন থেকেই মরক্কোর যুব দলের দায়িত্ব সামলেছেন করিম। তাঁর হাত ধরেই উঠে আসা উনাহি, এন নাসিরি, দাহি, উনাহিদের। তাই তাঁকে প্রশ্ন করতেই করিম বলেন, 'এটা কিন্তু একদিনে হয়ে যায়নি। অবশ্যই আমরা কেউ ভাবিনি এত ভাল ফুটবল খেলবে দলটা। ধীরে ধীরে উন্নতি করেছি আমরা। প্রায় ১০ বছর পরিশ্রমের ফল পাচ্ছে মরক্কো।'

ওয়ালিদ রেগরাগুইকে নিয়ে উচ্ছ্বাস
ওয়ালিদ রেগরাগুইকে নিয়ে উচ্ছ্বাস

আরও পড়ুন: হাসি-কান্না একাকার, জিতে মায়ের সঙ্গে নাচ মরক্কো খেলোয়াড়ের; পাশেই কাঁদলেন রোনাল্ডো

তিনি আরও বলেন, ''পরিকাঠামোর উন্নয়ন হয়েছে অনেক। আমি বলতে পারি এখন আমাদের দেশে মাঠগুলো ইউরোপের যে কোনও মাঠকে টেক্কা দিতে পারে। আমি গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি। ঘুরে ঘুরে দেখেছি, তাই জানি। একটুও বাড়িয়ে বলছি না। পাশাপাশি জাতীয় দল্টানা ভাল পারফর্ম করে চলেছে। সেটাও একটা বড় কারণ। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কোচরা এসে ট্রেনিং দিচ্ছেন। ক্লাব গুলো ভাল খেলছে। বিশেষ করে আফ্রিকান ফুটবলে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও ভারতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে।''

Advertisement
অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে করিম
অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে করিম (ছবি- করিম বেঞ্জারিফা)

বিশ্বকাপের মাত্র চার মাস আগে জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন ওয়ালিদ রেগরাগুই। কোচ হিসেবে তিনি কতটা সফল সেটা সকলেই দেখতে পারছেন। তবে এমন দায়িত্ব নিয়ে সফল হওয়া যে বেশ কঠিন তা জানিয়ে দিলেন করিমও। তিনি বলেন, ''মাত্র চারমাস আগে দায়িত্ব পেয়েছে রেগরাগুই। সেখান থেকে দলটাকে এই জায়গায় নিয়ে যাওয়া একেবারেই সহজ কাজ নয়। তবে সেটাই করে দেখিয়েছেন কোচ।'' টিম স্পিরিট ও সঠিক রণকৌশল এই দলের সাফল্যের চাবিকাঠি। মনে করেন মোহনবাগানের প্রাক্তন কোচ। 

মরক্কোর রাস্তায় উচ্ছ্বাস
মরক্কোর রাস্তায় উচ্ছ্বাস

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর বিস্ফোরক রোনাল্ডোর বান্ধবী

সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে মরক্কো তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না করিম। তিনি বলেন, ''আমি জোর দিয়ে বলতে পারি কেউ ভাবেই এমনটা হবে। কেউ না। এখন দেখছি সবাই আনন্দ করছে। পার্টি করছে। আমিও আমার সন্তানদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। দারুণ একটা পরিবেশ।'' সেমি ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না তা ভাল ভাবেই জানেন করিম। তাই আশঙ্কার কথা শোনা গেল তাঁর মুখ থেকে। তিনি বলেন, ''দলের অনেক ফুটবলারই চোটের জন্য নেই। কার্ড সমস্যা রয়েছে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমি জানি না কারা এই ম্যাচে খেলতে পারবে। সেই জন্যই একটু চিন্তায় রয়েছি।''

সেমি ফাইনালে ফলাফল যাই হোক, হাকিম জিয়েশরা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন। এখনও অবধি একটাও ম্যাচ হারেনি আফ্রিকার এই দেশ। শেষ দুই ম্যাচেও সেই চমক বজায় থাকলে ইতিহাস গড়ে ফেলবে মরক্কো।         

Advertisement