LG ভারতের নিজেদের Rollable OLED TV লঞ্চ করে দিয়েছে। এই টিবি ৩ বছর আগে সিএসএল দেখিয়েছিল।এখন এলজি-র আল্ট্রা প্রিমিয়াম রেঞ্জের এই টিভি ভারতে লঞ্চ হয়েছে। এর দাম কত জানেন? জানলে আপনার আচমকা হৃদরোগে আক্রান্ত হতে পারেন।
এই টিভির দাম ভারতীয় টাকায় ৭৫ লাখ টাকা। এই টিভি এলজির LG-র হাই এন্ড Rollable টিভি। কোম্পানির আশা, এই টিভি ভারতের বাজারে ভালই বিক্রি হবে। এলজির LG 2022 OLED TV এই এলইডি টিভির দাম শুরু হচ্ছে ৮৮,৯৯০ টাকা থেকে।
এই টিভির দাম এত বেশি কেন? কী আছে তাতে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে। তার কারণ হলো এর Rollable টেকনোলজি। এই ফিচারস সব বিষয়ে এটি অত্যন্ত এগিয়ে। যদিও রিপোর্ট অনুযায়ী এলজির LG Rollable OLED TV তে বেস্ট পিকচার কোয়ালিটি দেওয়া হয়নি। যা এলজি OLED লাইনআপের কাস্টমার পায়।
এই Rollable TV তে হাই এন্ড ফিচারস যেমন HDMI 2.1, 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, ভেরিয়েবল রিফ্রেশ রেট, Amazon Alexa/ Google Assistant support এবং Dolby Atmos অডিওর HDR স্ট্যান্ডার্ড দেখতে পাওয়া যাচ্ছে। এলইডি টিভি Rollable OLED TV R 50,000 রোলস লাইফটাইম সার্ভাইভ করতোে পারবে। এলজি এই টিভিতে WebOS প্লাটফর্ম ইউজ করতে পেরেছে। কোম্পানি 8K TV লাইনআপও এনেছে। ৭৭ ইঞ্চি এবং৮৮ ইঞ্চি স্ক্রিনে এটি আা হয়েছে।
LG এর a9 Gen5 AI ফিচার ইউজ করা হয়েছে। এছাড়া এই সিরিজের অন্য টিভিও আনা হয়েছে। এর দাম ৮৯,৯৯০ টাকা। যেখানে সবচেয়ে বেশি দাম ৭৫ লাখ টাকা।