হিমাচল প্রদেশের কুল্লুতে আচমকা রাস্তায় চলে আসে একটি চিতাবাঘ। সেটকে দেখতে ভিড় জমে যায়। রাস্তায় যানজটও হয়ে যায়। চিতাবাঘ রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদের সঙ্গে খেলা শুরু করে এবং এমনকি তার সঙ্গে সকলে সেলফিও তুলতে শুরু করে।
বন দফতরের কর্তাদের দাবি, চিতাবাঘটি কারোর কোনও ক্ষতি করেনি। পর্যটকদের সঙ্গে খেলতে শুরু করে চিতাবাঘটি। এমনকি গাড়ির উপরেও উঠে পড়ে। অনেকে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। পরে তা ভাইরাল হয়ে যায়।
বন দফতরের দাবি, খুব পাশেই রয়েছে একটি জাতীয় উদ্যান। তুষারপাতের ফলে পশুরা শহরের দিকে চলে আসে। চিতাবাঘটি সেই কারণে চলে এসেছে বলে মনে করা হচ্ছে।