উত্তরবঙ্গে তাপমাত্রা কমল, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রির কাছে। আপাতত ১৪-১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা।
পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গে। ফলে তাপমাত্রা কমার চেয়েও বেশি এদিন ঠান্ডায় হালকা কাঁপুনি দিয়েছে।
শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে। ২৫ তারিখের পর তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আচমকা হারিয়ে যাওয়া শীত ফেরায় খুশি উত্তরবঙ্গবাসী।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ ডিসেম্বর শনিবার সকালের উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।