ইতিবাচক করোনা
নিয়মিত মৃত্যুর সংখ্যায় খুব একটা পার্থক্য না হলেও সংক্রমণের সংখ্যায় লাগাতার হ্রাস আশার আলো দেখাচ্ছে স্বাস্থ্য দফতরকে। অন্যদিকে সুস্থতার সংখ্যা নতুন আক্রান্তদের চেয়ে অনেকটাই বেশি। ফলে উত্তরবঙ্গের করোনার ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখাটাই এখন চ্যালেঞ্জ দফতরের কাছে।
মৃতদের খতিয়ান
করোনায় শেষ ২৪ ঘন্টায় মৃত্য়ুর সংখ্যা ১২। মৃতদের মধ্যে ৮ জন ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতদের মধ্যে বাকি ৪ জন জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি ছিলেন। সরকারি হিসেবে উত্তর দিনাজপুরে এদিন কোনও মৃত্যু হয়নি।
আক্রান্তের পরিসংখ্যান
করোনায় শেষ ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৬৩৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে শেষ ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৭৪ জন, ৩৪০ জন দার্জিলিংয়ে, ২১৯ জন কোচবিহারে, ৪৯ জন কালিম্পংয়ে, ৪৪৭ জন জলপাইগুড়িতে, ৯৭ জন উত্তর দিনাজপুরে, ১৪১ জন দক্ষিণ দিনাজপুরে, মালদার ৭০ জন বাসিন্দা রয়েছেন।
সুস্থতার হার বাড়ছে
সুস্থতার হার অনেকটাই বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় সুস্থতার সংখ্যা ২ হাজার ৫০৪ জন। এই সংখ্যাটা রোজই বৃদ্ধি পাচ্ছে। যাতে খুশি সকলেই। সেই সঙ্গে জানা গিয়েছে, সুস্থতার সংখ্যার মধ্যে ১৮০ জন আলিপুরদুয়ারে, ৩৮১ জন কোচবিহারে, ৪৭০ জন দার্জিলিং, ১০৯ জন কালিম্পং, ৬৯২ জন জলপাইগুড়ির, ২৪৭ জন উত্তর দিনাজপুরে, ১৯৮ জন দক্ষিণ দিনাজপুরে, মালদার ২২৭ জন বাসিন্দা সুস্থ হয়েছেন।
অক্সিজেন প্লান্ট চালু ও অভিযোগ
ইতিমধ্যেই শিলিগুড়ি মাতৃসদনে বিনামূল্যে করোনা রোগীদের জন্য অক্সিজেন পার্লার চালু করা হয়েছে। শুধু হেল্পলাইনে ফোন করলেই বাড়িতে বা নির্দিষ্ট জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। তবে আরও পার্লার খোলার জন্য রাজ্য আবেদন জানালেও কেন্দ্রীয় সরকারের তরফে মাত্র ৪ টি পার্লার খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। রাজ্যে মোট ৭০টি এমন পার্লার খোলার দাবি জানানো হয়েছে বলে জানান গৌতমবাবু।