scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

দ্রুত পুর ও পঞ্চায়েত নির্বাচন চেয়ে প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে পথে বামেরা

বর্ধমান রোডে বামফ্রন্ট এর প্রতিবাদ কর্মসূচি
  • 1/5

সামনেই পুর ও পঞ্চায়েত ভোট। শিলিগুড়ি পুরনিগম প্রায় ৬ মাসের বেশি প্রশাসক দিয়ে চলছে। নির্বাচনের আগে বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে প্রশাসক করলেও ভোট মিটতেই তাঁকে সরিয়ে দিয়ে তৃণমূল নিজেদের দলীয় কর্মীদের প্রশাসক পদে বসিয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে প্রশাসনিক আধিকারিকরা দেখছে।

বর্ধমান রোডে বামফ্রন্ট এর প্রতিবাদ কর্মসূচি
  • 2/5

কোনও কাজেই ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে দ্রুত নির্বাচিত বোর্ড এর মাধ্যমে পুরনিগম পরিচালনা করা উচিৎ দাবি তুলে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শিলিগুড়ির বর্ধমান রোডে অবস্থান করল বামেরা। প্রকৃত নির্বাচিত বোর্ডই পারে সঠিক পরিষেবা তুলে দিতে বলে দাবি করেন বামেরা।

বর্ধমান রোডে বামফ্রন্ট এর প্রতিবাদ কর্মসূচি
  • 3/5

প্রতিবাদ কর্মসূচিতে মূল্যবৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। মূল্য নিয়ন্ত্রণের দাবিও জানানো হয় এদিন।

Advertisement
বর্ধমান রোডে বামফ্রন্ট এর প্রতিবাদ কর্মসূচি
  • 4/5

পাশাপাশি বিনামূল্যে গণটিকাকরণের দাবি জানান তাঁরা। টিকাকরণেও অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন বামেরা। এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফে নেতৃত্বরা হাজির ছিলেন।

বর্ধমান রোডে বামফ্রন্ট এর প্রতিবাদ কর্মসূচি
  • 5/5

আগামীতে তাঁরা লাগাতার কর্মসূচি নেবেন বলেও জানিয়ে দেন। রাজ্য সরকার ও  কেন্দ্র সরকার নিজেদের ইচ্ছেমতো কাজ করছে বলেও এদিন অভিযোগ করেন। গণতন্ত্র বিপন্ন হচ্ছে বলে দাবি করেন জেলা বামফ্রন্টের নেতারা।

Advertisement