ভারি বর্ষনের জেরে প্রধান সড়কে ভেঙে পড়ল আশি বছরের প্রাচীণ আম গাছ ৷ ছিঁড়ল বিদ্যুতের তার। তিন পথচারী বরাত জোরে বেঁচে গেলেন বিদ্যুৎপিষ্ট হওয়া থেকে।
গাছের নীচে চাপা পড়ে চ্যাপ্টা হয়ে বিলাসবহুল গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল গাড়ির চালক সহ দুই যাত্রী। সোমবার সকাল সাতটা থেকেই বিদ্যুৎ বিহীন আলিপুরদুয়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড।
ঘুরপথে পুরসভায় আসতে হচ্ছে শহরের তিনটি ওয়ার্ডের জনসাধারণকে। ঘটনাস্থল থেকে মাত্র ১০০ মিটার দুরত্বে থাকা আলিপুরদুয়ার পুরসভার কর্মীদের ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করতে সময় লাগলো প্রায় চার ঘন্টা।
ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ার পুরসভার আট নম্বর ওয়ার্ডের নিম্ন মাধব মোড় এলাকার পিডাব্লুডি সরকারি আবাসনের সামনে।
এদিন সকাল সাতটা নাগাদ ঘটনার প্রত্যক্ষদর্শী আলিপুরদুয়ার পূর্ত দফতরের কর্মী স্বপন দে বলেন, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আচমকাই দেখি আমাদের আবাসনের সামনের আম গাছটির ডাল ভেঙে পড়ছে।
এরপর ধীরে ধীরে গোটা গাছটিই এক সময় রাস্তার উপর ভেঙে পড়ে যায়। এরপর ওই গাছটি রাস্তার বিদ্যুতের খুঁটির উপর পড়ে যায়। সাথেই সাথেই বিদ্যুতের তারগুলো ছিঁড়ে গিয়ে আগুন জ্বলে যায়।
সে সময় ওখান দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিন পথচারী। তাঁরা গাছটি ভেঙে পড়তে দেখেই দৌড়ে নিরাপদ দূরত্বে সরে আসায় প্রাণে রক্ষা পান।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী কল্যানী দে বলেন, ঘর থেকে দেখতে পেলাম একটি চার চাকার গাড়ি আচমকাই গাছটির সামনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক সহ গাড়ির পিছনে বসে থাকা দুই যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে অনেকটা দূরে চলে যাওয়াতে তারা প্রাণে বেঁচে যান।