তারই প্রতিবাদে মালদা (Malda)-র গাজোল (Gazole)-এর আলমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন তাঁরা।
এরই প্রতিবাদ জানিয়ে রবিবার মালদা গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে তীর-ধনুক ও অস্ত্র হাতে অবরোধ শুরু করেন তাঁরা।
ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ পৌঁছলে পুলিশকে অস্ত্র হাতে বিক্ষোভ শুরু করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।
উল্লেখ্য, ২০১৫-১৬ মালদা জেলার কালিয়াচক, বৈষ্ণবনগর, ইংরেজবাজার, গাজোল এলাকায় প্রচুর পরিমাণে বেআইনি আফিম চাষ হয়েছিল।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যদি কোনও গ্রাম পঞ্চায়েতের প্রধানের এলাকায় আফিম চাষ হয়, সে ক্ষেত্রে দায়ী থাকবেন সেই এলাকার প্রধান, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সেই মত গাজোল আফিম চাষের মামলা ছিল।