scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Heat Wave Update : '১২ জেলায় তাপপ্রবাহ অস্বাভাবিক', বলল হাওয়া অফিস, রেহাই কবে?

প্রতীকী ছবি
  • 1/7

তীব্র গরমে তেষ্টায় শুকিয়ে যাচ্ছে গলা, ফুটিফাটা মাটি। কিন্তু বৃষ্টির দেখা নেই। বিগত অনেকগুলো দিন ধরেই দক্ষিণবঙ্গের এটাই চিত্র। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, একসঙ্গে ১২-১৩টা জেলার এইভাবে তাপপ্রবাহের কবলে পড়ার ঘটনা বা পুরুলিয়া থেকে একেবারে দমদম পর্যন্ত তাপপ্রবাহ সাধারণ ঘটনা নয়। 

প্রতীকী ছবি
  • 2/7

একইসঙ্গে আগামী আরও ২-৩ দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামের মতো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারিই রাখল হাওয়া অফিস।

প্রতীকী ছবি
  • 3/7

তবে উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (Kolkata) ও লাগোয়া হুগলির কিছুটা অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

হাওয়া অফিস জানাচ্ছে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে আগামী ৩০ তারিখ থেকে। 

আরও পড়ুনকোন প্রাণী ঘুমোলেই মরে যায়? রইল উত্তর

প্রতীকী ছবি
  • 5/7

আর মে মাসের ১ তারিখের পর থেকে, বা আরও নির্দিষ্ট করে বললে বলা যায় ২-৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

প্রতীকী ছবি
  • 6/7

তবে সব জেলায় যে বৃষ্টি হবে তেমন কোনও নিশ্চয়তা দিচ্ছেন না আবহাওয়াবিদরা। 

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) যেমন বৃষ্টি চলছে তেমনই জারি থাকবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের ওপরের দিকের ৫টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি একটু বেশি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement