Dilip Ghosh on West Bengal Civic Poll 2022: "আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচাবাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকার হলে সেটা ব্যবহার করব আমরা।" বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এই মন্তব্য করেছেন বিজেপি সহ-সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: এই স্কিমে পান দেড় কোটি টাকা, রিটায়ারমেন্টের পর দারুণ কাজে লাগবে
আরও পড়ুন: পাঠভবন-শিক্ষাসত্রে পরীক্ষা অফলাইনে, বিশ্বভারতীর সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ
ভোটের প্রচারে
পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি (BJP Leader Dilip Ghosh)। সেখানে ভোট সন্ত্রাস নিয়ে বুধবার এমনই মন্তব্য করেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। (BJP Leader Dilip Ghosh) দিলীপবাবু এদিন ক্ষীরপাই পুরসভার সামনেই পুরসভার ১০টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে চা চক্রে বসেন।
চায়ের আড্ডায় প্রার্থীদের সঙ্গে আলাপও সারেন তিনি (BJP Leader Dilip Ghosh)। এ ছাড়াও ক্ষীরপাই পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে প্রচারও সারেন বিজেপি সাংসদ (BJP Leader Dilip Ghosh)।
তিনি বলেন, "আমরা জানি আমাদের নিজের জোরে ভোট করতে হবে। তার প্রস্তুতি চলছে। কাঁচাবাঁশ কেটে রেখেছে আমাদের লোকেরা। দরকার হলে সেটা ব্যবহার করব আমরা।"
কেন্দ্রীয় বাহিনীর দাবি
এদিন তিনি আরও বলেন, "কেন্দ্রীয় বাহিনীর অবশ্যই প্রয়োজন রয়েছে। বাহিনী থাকলে অনেক সাধারণ ভোটার সাহস পান ভোটটা দিতে।" রাজ্য পুলিশের ওপর কারও ভরসা নেই বলে অভিযোগ করেছেন তিনি।
এগিয়ে বিজেপি, দাবি দিলীপের
দিলীপ ঘোষ বলেন, "বিজেপি লোকসভা এবং বিধানসভায় একানে লিড পেয়েছে। টিএমসি জানে এখানে বিজেপিই জিতবে। তাঁর অভিযোগ, তাই ভয় দেখিয়ে, পোস্টার ব্যানার ছিঁড়ে আটকানোর চেষ্টা করছে।
দরকার পড়লে কাঁচাবাঁশ...
তিনি বলেন, "আমাদের লোকেরাও এখানে যথেষ্ট শক্তপোক্ত আছে। ওরা যেমন জবাব চায় তেমন জবাব দেব। ভোট হবে। লোক ভোট দেবে। রিপোর্ট হয়ে যায়, কাজের কাজ হবে না। আমরা জানি নিজের ভোট নিজে করতে হবে। তার প্রস্তুতি চলছে। বাঁশটাঁশ কেটে রেখেছে। দরকার হলে সেটা ব্যবহার করব। বোম পড়বে, ঝমেলা হবে বাড়ির সামনে, এই ভয়ে অনেক মানুষ বাড়ি থেকে বের হন না। কলকাতার মতো হল। ভোটই দিতে পারল না কেউ।
আরও পড়ুন: মেয়েদের স্বাস্থ্যের জন্য খুব ভাল তিলের চাটনি, চট করে বানান বাড়িতেই
আরও পড়ুন: এই স্কিমে পান দেড় কোটি টাকা, রিটায়ারমেন্টের পর দারুণ কাজে লাগবে