Advertisement

বাংলাদেশ

PHOTOS:মোদীর পর নারাভানে, ঢাকা সফরে সেনা প্রধান

শাহিদুল হাসান খোকন
  • ঢাকা,
  • 08 Apr 2021,
  • Updated 9:25 PM IST
  • 1/8

মার্চের শেষে ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এপ্রিলের প্রথমে বাংলাদেশে পা রাখলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
 

  • 2/8

তিন বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে বাংলাদেশ সফরে গিয়েছেন সেনা প্রধান এমএম নারাভানে। বৃহস্পতিবার  ঢাকায় পৌঁছনোর পর এমএম নারাভানে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
 

  • 3/8

এরপরে সেনা ক্যাম্পে গিয়ে শিখা অনির্বাণের বেদীতে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় সেনাপ্রধান। শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর মূর্তিতে শ্রদ্ধাও জানান তিনি। 
 

  • 4/8

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এসেছেন নারভানে, এমনটাই জানা যাচ্ছে ঢাকার ভারতীয় হাইকমিশনে বিজ্ঞপ্তিতে। সঙ্গে তার স্ত্রী বীণা নারভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

  • 5/8

১২ এপ্রিল সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীৃ উপলক্ষে ’শান্তির অগ্রসেনা’ শীর্ষক যৌথ সামরিক অনুশীলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল নারভানে।
 

  • 6/8

৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুশীলনে বাংলাদেশি ও ভারতীয় সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনীওঅংশ নিয়েছে। এই অনুশীলনে সামরিক পর্যবেক্ষক হিসাবে উপস্থিত রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুর।
 

  • 7/8

সফরে বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি পিস সাপোর্ট অপারেশন  সেমিনারে বক্তব্য রাখবেন ভারতীয় সেনাপ্রধান। ১১ এপ্রিল সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে ওই সেমিনারের পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী  এ কে আব্দুল মোমেনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

  • 8/8

ভারতের সেনাপ্রধানের এই সফর দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও  ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ হবে  বলে আশা করছে  ভারতীয় হাইকমিশন।

Advertisement
Advertisement