Advertisement

বাংলাদেশ

অনন্য নজির হাসিনার, কমনওয়েলথে অনুপ্রেরণীয় ৩ নারী নেতৃত্বের মধ্যে উঠল নাম

Aajtak Bangla
  • 07 Mar 2021,
  • Updated 11:54 PM IST
  • 1/7


আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বিশেষ সম্মান পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেত্রীদের  তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

  • 2/7

করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন  এবং বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির সঙ্গে উঠে এসেছে হাসিনার  নাম।

  • 3/7

করোনা মোকাবিলায় সাফল্য অর্জনের স্বীকৃতস্বরূপ কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের সরকারের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

  • 4/7


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের জন্য কুর্নিশ জানান হয়েছে।
 

  • 5/7

এই  প্রসঙ্গে কমনওয়েলথ ভুক্ত দেশগুলির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বলেন, “আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা  আরডার্ন , বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারির সময় তাদের নেতৃত্বের জন্য।”

  • 6/7

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন-নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি  ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
 

  • 7/7

শেখ হাসিনা টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে  দায়িত্ব পালন করছেন। করোনাভাইরাস মোকাবেলায় তার নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে  প্রশংসিত হচ্ছে।

Advertisement
Advertisement