বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। ঢালিউডের শাকিব, শুভর পাশাপাশি টালিউডের জিৎ, অঙ্কুশদের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গিয়েছিল নুসরত ফারিয়াকে।
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া অভিনয়ের পাশাপাশি আইন নিয়েও পড়াশোনা করছিলেন। অবশেষে তিনি তার সে পড়া শেষ করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন পাস করেছেন নুসরত। । ব্যাচেলরস অব ল’তে পেয়েছেন সেকেন্ড ক্লাস। সঙ্গে শেষ হয়েছে চার বছরের শিক্ষাজীবন। ফারিয়া ২০১৮ এর সেশনে ইউনিভার্সিটি অব লন্ডনে ‘ব্যাচেলর অব ল’-এ ভর্তি হয়েছিলেন। গত ডিসেম্বরেই লন্ডন থেকে আইন পাশ করলেন নুসরাত ফারিয়া।
গ্ল্যামার, অভিনয় আর স্মার্টনেসের কারণে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরত ফারিয়া। শুধু বাংলাদেশ নয়, কলকাতায়ও রয়েছে তার অসংখ্য ভক্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র 'বঙ্গবন্ধু'তে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ফারিয়া। ২০১৯ সালের শেষ দিকে এই চলচ্চিত্রে যুক্ত হন তিনি। ২০২১ সালে সেটা শেষ হয়। ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
সুন্দরী নায়িকা কবে বিয়ে করবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে সকলেরই। প্রায় দুই বছর হতে চলল বাগদান পর্ব সেরেছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি।
নতুন বছরে কি তাহলে বিয়ে করছেন নুসরত? এনিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে উত্তর দিয়েছেন ফারিয়া।
নুসরাত ফারিয়া জানিয়েছেন তাঁর নতুন বছরের প্রত্যাশার কথা। অভিনেত্রী বলেন, গেল দুই বছরে করোনা ভাইরাসের কারণে অনেক কাজই থেমে গেছে। নতুন বছরে করোনা দূর হয়ে সবার জীবনে স্বাভাবিক গতি ফিরে আসুক। বাংলাদেশে ভালো ভালো সিনেমা নির্মাণ হোক। দর্শক হলমুখী হোক এমনটাই প্রত্যাশা থাকবে।
প্রায় সাত বছরের পরিচয়ের পর রনি রিয়াদ রশিদের সঙ্গে ২০২০ সালের ১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। বিষয়টি ওই বছরের ৮ জুন সামনে আনেন অভিনেত্রী। বাগদান সারলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি নুসরাত ফারিয়া। অবশ্য বিয়ের আগেই হবু বরকে নিয়ে দেশের বাইরে বেড়িয়েও এসেছেন।
নতুন বছরে বিয়ের পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। বিয়ের সবকিছু গুছিয়ে নিতেও কয়েক মাস সময় লাগে। সেই সময়টা নেই। আর রনিও কাজ নিয়ে ব্যস্ত আছে। তাই এ বছরেও বিয়ের পরিকল্পনা নেই।
বর্তমানে নুসরত ফারিয়ার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র বঙ্গবন্ধু। মনপুরা খ্যাত গিয়াসউদ্দিন সেলিমের গুনিন, টলিউড নায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে বিবাহ অভিযান ২।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত দীপঙ্কর সেনগুপ্ত দীপনের অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০ ও নূর ইমরান মিঠুর পাতালঘর।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকি-র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর হিরো ৪২০, বাদশা দ্য ডন, বস-টু, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবগুলোই যৌথ প্রযোজনার ছবি।
সিনেমার পাশাপাশি বর্তামনে গানেও সময় দিচ্ছেন এ নায়িকা। নাচেও তিনি সমান পারদর্শী।