বাংলাদেশে ঘুরে আসতে চান? এখন রান্নার গ্যাসের চেয়েও সস্তায় পেয়ে যাবেন বাংলাদেশের ভিসা! না কোনও বেসরকারি বা জালিয়াতের খপ্পড়ে পড়তে হবে না। কলকাতার বুকেই একটি সরকারি ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে বাংলাদেশ সরকার।
এতদিন সে দেশের ভিসা পাওয়ার জন্য আবেদন করতে হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনের অফিসে যেতে হতো। সেখানে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষার পর আবেদন করার সুযোগ পাওয়া যেত। এখন সল্টলেকের সেক্টর ফাইভ থেকেই তা অনায়াসে পাওয়া যাবে।
এখন সল্টলেকের সেক্টর ফাইভ থেকেই পাওয়া যাবে বাংলাদেশের ভিসা! তা-ও মাত্র ৮২৬ টাকায়। সদ্য চালু হওয়া এই ভিসা আবেদন কেন্দ্রটি আয়তনে প্রায় ১৩ হাজার বর্গফুট। কলকাতার মাটিতে এটিই বৃহত্তম এক দেশীয় ভিসা কেন্দ্র।
সল্টলেকের সেক্টর ফাইভে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই ভিসা কেন্দ্রে রয়েছে ১০টি আলাদা আলাদা কাউন্টার। এর মধ্যে আবেদনপত্র পরীক্ষার জন্য ৩টি আর ফর্ম পূরণের জন্য ২টি আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে।
প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার— মোট পাঁচ দিন এই ভিসা কেন্দ্রে পরিষেবা পাওয়া যাবে। জানা গিয়েছে, সল্টলেকের সেক্টর ফাইভের নতুন বাংলাদেশের ভিসা কেন্দ্র থেকে ভিসা আর পাসপোর্ট দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংগ্রহ করার যাবে।
সল্টলেকের সেক্টর ফাইভের নতুন বাংলাদেশের ভিসা কেন্দ্রে সোম থেকে শুক্র সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সে দেশের ভিসার জন্য আবেদন করা যাবে।
পর্যটক, শিক্ষার্থী, কর্মপ্রার্থী, গবেষক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সাংবাদিক— সব ক্ষেত্রেই ভিসার খরচ ৮২৬ টাকা। বর্তমানে ভারতীয় ভিসার জন্য বাংলাদেশিদের যত টাকা খরচ করতে হয়, সেই হিসেবেই এই ফি ধার্য করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক।