Advertisement

বাংলাদেশ

PHOTOS:পরনে 'মুজিব জ্যাকেট', ঢাকার মন জিতলেন Modi

Aajtak Bangla
  • 26 Mar 2021,
  • Updated 10:05 PM IST
  • 1/9

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসাবে এখন ঢাকায় রয়েছেন মোদী। শুক্রবার সকালেই মোদী পৌঁছে গিয়েছেন ঢাকায়। সারাদিন কেটেছে নানা কর্মব্যস্ততার মধ্যে। এর মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীর পোশাক নজর কেড়েছে সকলের। 
 

  • 2/9

মোদী এদিন নিজের পরিচিত সাদা ফুলহাতা কুর্তি-পাজামাই পরেছিলেন। তবে বিশেষত্ব ছিল তাঁর জ্যাকেটটিতে। মোদী বরাবরই খাদির জ্যাকেট পরার জন্য বিখ্যাত। এই জ্যাকেট তাঁর স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মোদী জ্যাকেট’ও। তবে ঢাকায় গিয়ে মোদী পরলেন  'মুজিব জ্যাকেট'। 

  • 3/9

 বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী  শান্তি পুরস্কারে ভূষিত করার ঘটনা প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই শোনা গিয়েছে মোদীর মুখে। আর বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে মোদী নিজে পড়েছেন ‘মুজিব জ্যাকেট’।
 

  • 4/9

ছয় বোতাম বিশিষ্ট কালো রং-এর মুজিব জ্যাকেটের নিচের অংশে দুটি পকেট এবং উপরের বাম পাশের বুকে একটি পকেট থাকে।
 

  • 5/9


বঙ্গবন্ধু এই জ্যাকেট পরতে পছন্দ করতেন। এটাই তাঁর ট্রেডমার্ক হয়ে গিয়েছিল। তাই থেকেই নাম হয়েছিল মুজিব জ্যাকেট। 

  • 6/9


বাংলাদেশে ‘মুজিব জ্যাকেট’ অত্যন্ত জনপ্রিয়। প্রবীণ ব্যক্তিদের কাছে এই জ্যাকেট বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। নতুন প্রজন্মের কাছেও ক্রমে ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে এই মুজিব জ্যাকেট।

  • 7/9

বাংলাদেশে মুজিব কোটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেটা ভালোই জানেন মোদী। আর সেই আবেগকে তিনি নিজের পোশাকেও তুলে ধরতে চেয়েছেন। এদিন জাতীয় দিবসের অনুষ্ঠানে মোদী বলেন,  আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেরও ৫০ বছর। প্রত্যেক ভারতবাসীর তরফ থেকে বাংলাদেশের প্রত্যেককে অভিনন্দন।
 

  • 8/9

ঢাকা সফরে মোদীর জন্য মুজিব জ্যাকেট তৈরি করেছে খাদি। মোদীর সঙ্গে থাকা সফরসঙ্গীরাও বঙ্গবন্ধুকে সম্মান জানাতে 'মুজিব জ্যাকেট' পরেন।

  • 9/9

ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের দেওয়া অর্ডারের ভিত্তিতে মোদীর ঢাকা সফরের প্রাক্কালে তাঁর ও সফরসঙ্গীদের জন্য খাদির তৈরি ১০০টি মুজিব জ্যাকেট সরবরাহ করা হয়েছিল। উন্নতমানের পলি খাদি কাপড় দিয়ে এই মুজিব জ্যাকেট তৈরি করা হয়েছে।
 

Advertisement
Advertisement