Advertisement

বাংলাদেশ

Pori Moni- Sariful Razz Romantic Mood: ঘনিষ্ঠ আলিঙ্গন রাজ-পরীর, প্রকাশ্যে যুগলের রোমান্টিক PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঢাকা,
  • 09 May 2022,
  • Updated 8:55 PM IST
  • 1/11

মা দিবসে মা হতে যাওয়া পরীমনির ছবি দেখল নেটিজেনরা। যদিও চলতি সপ্তাহেই বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অন্তঃসত্ত্বা পরী। মা দিবসের রাতে আরও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই নায়িকা।

  • 2/11

নতুন এই ছবিতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পরীমনি। আর পেছন থেকে জড়িয়ে ধরে আছেন স্বামী শরিফুল রাজ। ছবিতে পরীর বেবিবাম্প পুরোপুরি স্পষ্ট। ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভ ধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও জানান।
 

  • 3/11


এর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের রাজের সঙ্গে আদর মাখা ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
 

  • 4/11

ডুবন্ত সূর্যকে সামনে রেখে নিজেদের প্রেমকে যেন আরও গাঢ় করতে ব্যস্ত এই তারকা দম্পতি। 
 

  • 5/11

পরীকে জাপ্টে ধরে রয়েছেন রাজ, আর স্বামীর বুকে মাথা রেখে নিশ্চিন্ত আশ্রয়ে রয়েছেন পরী। 
 

  • 6/11

পরীমনির মা হওয়ার খবর প্রথম জানা যায় গত ১০ জানুয়ারি। 
 

  • 7/11

 ঈদের ছুটি কাটাতে পরীমনি ও রাজ বর্তমানে  কক্সবাজারে রয়েছেন। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন রাজ ও পরী।

  • 8/11

এখন পরীর  মাতৃত্বকালীন সময়  ৬ মাস হতে চলল। কক্সবাজারে, স্বামী এবং নানাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন নায়িকা। 

  • 9/11

সেখান থেকেই মাতৃত্বকালীন একাধিক ছবি পোস্ট করছেন নায়িকা, সঙ্গে নায়ক স্বামীর সঙ্গেও রয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠতার ছবি। 

  • 10/11

কক্সবাজারের হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে থাকছেন নায়িকা। তাঁদের জন্যে কক্ষ সাজানো হয়েছে একেবারে হানিমুন কাপলদের মতন করে। আসলে বিয়ের পর রাজের সঙ্গে প্রথম কোথাও ঘুরতে গেলেন পরী। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন। 
 

  • 11/11

তবে ঈদের ছুটি কাটিয়ে খুব শীঘ্রই ঢাকায় ফিরবেন রাজ-পরী। আর কয়েকদিন পরেই নতুন সদস্যের জন্ম দেবেন পরীমনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement